Categories: World

কাঁপল জাপান, মাত্রা ৬.৪

Published by
News Desk

ফের ভূমিকম্প। তবে এবার আর কলকাতা নয়, জাপানে। এদিন দক্ষিণ জাপানে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে বহু বাড়ি কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। রেস্তোরাঁর কাপ, ডিশ থেকে শুরু করে বাড়ির বুক সেলফে সাজিয়ে রাখা বই, সবই মাটিতে গড়াগড়ি দিয়েছে। তবে জোড়াল ভূমিকম্প হলেও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। কম্পনের জেরে অনেক বাড়ির অংশ বিশেষ ভেঙে পড়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

Share
Published by
News Desk