World

কয়েক ঘণ্টায় শানশান শেষ করে দিল ৩ হাজার বছরের ইতিহাস

৩ হাজার বছর কম কথা নয়। এই ৩ হাজার বছর ধরে বেঁচে থাকা ইতিহাস কয়েক ঘণ্টায় শেষ হয়ে গেল। শানশান শেষ করে দিল প্রাচীন ঐতিহ্য।

Published by
News Desk

যিশুখ্রিস্টের জন্মেরও ১ হাজার বছর আগে যে অঙ্কুরিত চারা পৃথিবীর আলো দেখেছিল তার দিন ফুরোল মাত্র কয়েক ঘণ্টায়। শেষ হয়ে গেল ৩ হাজার বছরের মাথা তুলে দাঁড়িয়ে থাকা ইতিহাসের। পর্যটকদের গাইড হিসাবে কাজ করা এক ব্যক্তির নজরে প্রথম পড়ে সেটি।

একেবারে গোড়া থেকে উপড়ে পড়ে আছে মাটিতে। সে তো কেবল একটা গাছ নয়। ৩ হাজার বছরের এক চলমান ইতিহাস। একটি দেবদারু গাছ। যা ৩ হাজার বছর ধরে এই দ্বীপে অনেক পরিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল মাথা উঁচু করে।

২৬ মিটার উঁচু এই দেবদারু গাছটি ৩ হাজার বছরের জীবনকাল শেষ করল। শেষ করল না বলে শেষ হয়ে গেল বলাই ভাল। কারণ ১৬৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাওয়া ঝড়ের ধ্বংসলীলা তাকেও শেষ করে দিয়ে গেল।

জাপানের ইয়াকুশিমা দ্বীপটি বিখ্যাতই প্রাচীন গাছের জন্য। যার মধ্যে দেবদারু গাছই বেশি। এখানে এমন অনেক দেবদারু গাছ আছে যাদের বয়স ১ হাজার বছরের বেশি। তবে এই গাছটি তাদের মধ্যেও অনেক বেশি প্রাচীনত্ব নিয়ে বেঁচে ছিল।

৩ হাজার বছরে পৃথিবী আমূল বদলে গেছে। সেই পরিবর্তন মাথা উঁচু করে দেখে এই দেবদারু বৃক্ষ। জীবনে বহু ঝড়ের সম্মুখীন হয়েও মাথা নোয়ায়নি। কিন্তু অগাস্ট মাসের শেষে জাপানের ওপর দিয়ে বয়ে যাওয়া টাইফুন শানশান ৩ হাজার বছরের এই গাছকে গোড়া থেকে ভেঙে দিয়ে গেল। শেষ করে দিল এক প্রাচীন জীবন্ত ইতিহাসকে।

ঘূর্ণিঝড় শানশান ৭ জনের প্রাণ কেড়েছে। ১২০ জন কম বেশি জখম হয়েছেন। ১ হাজারের ওপর বাড়ি ঘর ধূলিসাৎ হয়ে গেছে। ইয়াকুশিমা দ্বীপে ছড়িয়ে থাকা বিশ্ব হেরিটেজের তকমা পাওয়া বিশেষ প্রজাতির দেবদারু ইয়াকুসুগি সিডার গাছের অপরিসীম ক্ষতি করেছে শানশান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Japan