World

এ ভূতুড়ে জঙ্গলে প্রবেশ করলে জীবন যায় হারিয়ে

পৃথিবীর বুকে এমন অনেক কিছু রয়েছে যার ব্যাখ্যা পাওয়া মুশকিল। যেমন একটি জঙ্গল রয়েছে যেখানে প্রবেশ করার পর জীবন যায় হারিয়ে।

Published by
News Desk

পৃথিবী জুড়ে জঙ্গলের সংখ্যা গুনে শেষ করা মুশকিল। আবহাওয়া, প্রকৃতি, জলবায়ু অনুযায়ী এক একটি জায়গার জঙ্গলের চেহারা এক এক রকম হয়। তবে জঙ্গল বলতে অগুন্তি গাছের এক সবুজ ঘেরা স্থানকেই বোঝানো হয়।

জঙ্গলে মানুষ ঘুরতেও যান। সবুজের মধ্যে কাটাতে পছন্দ করেন অনেকে। তবে এমন এক জঙ্গল রয়েছে যেখানে ৫০ জনের ওপর মানুষ ঢোকার পর নিজেকে শেষ করে দিয়েছেন। এ এক ভূতুড়ে জঙ্গল।

এখানে অনেকেই প্রবেশ করতে ভয় পান। ঘন আলো আঁধারি এ জঙ্গলকে আপাত দৃষ্টিতে আর পাঁচটা জঙ্গলের মতই দেখতে লাগে। তবে স্থানীয়রা বলেন, এ জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটে। ভূতুড়ে চেহারা দেখতে পাওয়া যায়।

জাপানের মাউন্ট ফুজি এক বিখ্যাত আগ্নেয় পর্বত। এই ফুজির পাদদেশেই রয়েছে অওকিগাহারা জঙ্গল। যাকে গাছের সমুদ্র বলেও ডাকা হয়।

এ জঙ্গলে শুধু সবুজ আর সবুজ। গাছ তো সবুজে ভরাই, এমনকি জঙ্গলের মাটিও সবুজ হয়ে থাকে অধিকাংশ জায়গায়। এই জঙ্গল নিয়ে অগুন্তি ঘটনা মানুষের মুখে মুখে ঘোরে।

স্থানীয়রা থেকে পর্যটক, অনেকেই এ জঙ্গলে প্রবেশের পর অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ভূতুড়ে সব চেহারা নাকি ঘুরে বেড়ায় এ জঙ্গলে। অনেকে এ জঙ্গলে প্রবেশের পর নিজেকে শেষ করে দিতে চান।

এই জঙ্গলকে সামনে রেখে দ্যা ফরেস্ট নামে একটি বিখ্যাত সিনেমাও তৈরি হয়েছিল। তবে এ জঙ্গল সম্বন্ধে নানা ঘটনা চিরদিনই পর্যটকদের আকর্ষণ করেছে এখানে আসার জন্য।

Share
Published by
News Desk
Tags: Japan

Recent Posts