Entertainment

সিনেমা শেষ হলেই সবাই ছুটছেন টয়লেটে, কেন এমন করছেন সকলে

সিনেমা তো অনেকই হয়। কিন্তু এ সিনেমাটি দেখার পর দর্শকরা সোজা হাজির হচ্ছেন টয়লেটে। ফলে পাবলিক টয়লেটে এখন ভিড় সামাল দেওয়া দায়।

Published by
News Desk

টয়লেটে যাওয়ার দরকার সিনেমা শেষে পড়তেই পারে। তা বলে সব দর্শকেরই টয়লেটে যাওয়ার দরকার পড়ছে, এ কেমন কথা? কিন্তু ঠিক এটাই হচ্ছে। সিনেমা দেখে বেরিয়ে প্রায় সব দর্শকই সোজা হাজির হচ্ছেন আশপাশের পাবলিক টয়লেটগুলিতে।

সেখানে বেশ কিছুটা সময় কাটাচ্ছেন। তারপর যে যাঁর মত বেরিয়ে যাচ্ছেন। এমন অবস্থা হয়েছে যে টয়লেটে ভিড় সামাল দেওয়া দায় হয়ে উঠেছে। টয়লেট তো নয়, যেন পর্যটনকেন্দ্রে রূপান্তরিত হয়েছে এই অত্যাধুনিক টয়লেটগুলি।

জাপানের টোকিওর শিবুয়া নামে একটি জায়গায় বেশ কয়েকটি পাবলিক টয়লেট নতুন করে সেজে উঠেছে। জনসাধারণের জন্য তৈরি এই টয়লেটগুলি ঝাঁ চকচকে, অত্যাধুনিক এবং অত্যন্ত দৃষ্টিনন্দন। সেখানে সব ব্যবস্থাও বেশ আধুনিক।

অধিকাংশটাই কাচ দিয়ে তৈরি। আলো ঝলমলে। আর পরিচ্ছন্নতা রীতিমত নজর কাড়ে। শিবুয়া অঞ্চলের এই নতুন পাবলিক টয়লেট আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পারফেক্ট ডেজ নামে একটি সিনেমার হাত ধরে।

সিনেমায় এমনই একটি টয়লেটের দায়িত্বে থাকা একব্যক্তির জীবন উঠে এসেছে রূপোলী পর্দায়। যেখানে এই আধুনিক টয়লেটগুলি যথেষ্ট প্রচার পেয়ে গেছে।

সিনেমার পর্দায় টয়লেটগুলি দেখার পর সিনেমা দেখে বেরিয়ে আর এই টয়লেট ঘোরার লোভ সামলাতে পারছেন না দর্শকরা। আগে তাই সকলে ছুটে যাচ্ছেন টয়লেট দেখতে। তারপর তা দেখার পর বাড়ি ফিরছেন।

ফলে টোকিও শহরের এই প্রান্তে এখন পর্যটকদের অন্যতম দ্রষ্টব্য হয়ে উঠেছে নতুন সাজে সেজে ওঠা এই পাবলিক টয়লেটগুলি। টয়লেট ও তার প্রতি মানুষের আকর্ষণের কথা জাপানের নানা সংবাদমাধ্যমে ছেয়ে গেছে।

Share
Published by
News Desk