SciTech

চাঁদের বুকে ফের পুরনো অভ্যাসে স্লিম, এবার কি হবে চিন্তায় বিজ্ঞানীরা

চাঁদে ২টো রাত কাটিয়ে ফেলেছে সে। কাজও করেছে। তারপর সে তার পুরনো অভ্যাসের পথেই হাঁটল। নিজেদের চাঁদে পাঠানো যান স্লিম নিয়ে এমনই তথ্য দিল জাক্সা।

Published by
News Desk

চাঁদে তারা ঠিক যেখানে চেয়েছিল তার ১০০ মিটারের মধ্যেই অবতরণ করে তাদের চাঁদের মাটিতে পা রাখা প্রথম যান স্লিম। আমেরিকা, রাশিয়া, চিন ও ভারতের পর জাপান পঞ্চম দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রাখার বিরলতম সম্মান অর্জন করে।

কিন্তু সঠিক অবতরণ হলেও যানটি উল্টো হয়ে চাঁদের মাটিতে নামে। মাথা নিচে আর তলদেশ উপরের দিকে অবস্থায় তাদের সোলার প্যানেল কাজ করছিল না।

ফলে প্রাথমিক আশা ছেড়ে দিয়েছিলেন জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র বিজ্ঞানীরা। কিন্তু ক্রমে সক্রিয় হয় স্লিম। তার যন্ত্র কাজ করা শুরু করে।

চাঁদের ১ রাত মানে পৃথিবীর ১৪টা দিন। এই ১৪ দিনে চাঁদে যখন রাত নামে তখন সেখানকার পারদ পৌঁছে যায় মাইনাস ১৩০ ডিগ্রিতে। বিজ্ঞানীরা মনে করেছিলেন ওই ঠান্ডা সহ্য হবেনা স্লিমের। কিন্তু সে জেগে ওঠে। কাজও করে।

এভাবেই ২টো রাত সে কাটিয়ে ফেলেছে। তার কাজ সে করে গেছে। এবার সে ফের ঘুমের দেশে চলে গেছে। এমনই জানিয়েছেন জাপানের বিজ্ঞানীরা।

চিন্তা একটাই থাকে, ফের যানটি জেগে উঠবে তো। ভারতে বিক্রম ও প্রজ্ঞান যেমন রাত নামার পর সেই যে ঘুমিয়ে পড়েছিল তারপর আর জাগেনি।

এবার ঘুমের পর কি জাপানের স্লিম ফের জাগবে? তার জন্য অপেক্ষা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে স্লিমের বিভিন্ন অংশ পরীক্ষা করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Japan

Recent Posts