World

গরুদের বাঁচাতে তাদের জেব্রা সাজাচ্ছেন গোপালকরা

আসলে গরু। কিন্তু হঠাৎ দেখলে মনে হতে পারে জেব্রা। কারণ এখন গরুদের জেব্রা সাজানো হচ্ছে এক দেশে। বিশেষ কারণেই অবশ্য তাদের এই উদ্যোগ।

Published by
News Desk

ছিল গরু। হয়ে গেল জেব্রা! আসল জেব্রা নয়। তবে জেব্রার মত দেখতে। সুবিধে একটাই। গরুগুলি কালো রংয়ের। ফলে তাদের গায়ে সাদা ডোরা কাটা খুব সমস্যার হচ্ছেনা। এক এক করে গোপালকরা গরুদের গায়ে সাদা ডোরা কেটে তাদের রক্ষার রাস্তা খুলছেন।

গরুকে জেব্রা সাজানোর এই প্রবণতা চালু হয়েছে জাপানে। জাপানে এই গরুগুলি বিশেষ প্রজাতির। রং কালো। যারা মাঠে চড়ার সময় তাদের ওপর এমন এক আক্রমণ হচ্ছিল যাতে তারা সারাক্ষণ যন্ত্রণা ভোগ করত।

তাদের কষ্ট দেখে গোপালকরাও কষ্ট পেতেন। কিভাবে তাদের রক্ষা করা যায় তা বুঝে উঠতে পারছিলেননা। অবশেষে কয়েকজন বিজ্ঞানীর পরামর্শ কাজে লাগে তাঁদের।

জাপানের ওই গোপালকরা সকালে গরুদের মাঠে চড়তে ছেড়ে দেওয়ার পর দেখা যেত গরুদের ২ ধরনের মাছি আক্রমণ করত। এই মাছিদের দংশন গরুদের জীবন ওষ্ঠাগত করে তুলেছিল।

কিন্তু দেখা যাচ্ছে গরুদের গায়ে জেব্রার মত সাদা ডোরাকাটা থাকলে আর মাছিগুলি তেমন ধারেকাছে ঘেঁষছে না। ফলে গরুগুলি এখন দিব্যি মাঠে চড়তে পারছে। তাদের কামড় খাওয়ার ভয় আর নেই। যা গরুগুলিকে তো বটেই, এমনকি গোপালকদেরও স্বস্তি দিয়েছে।

জাপানের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এই খবর সামনে আনার পর ক্রমে বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। এখন কিন্তু ক্রমে জাপানে এই কালো গরুগুলির গায়ে সাদা রং দিয়ে ডোরা কাটার প্রবণতা বাড়ছে।

Share
Published by
News Desk
Tags: Japan

Recent Posts