World

গত ১২৫ বছরে সেপ্টেম্বরে এমন কাণ্ড প্রথম দেখল এই দেশ

সেই ১৮৯৮ সালে শেষবার দেখা গিয়েছিল এমনটা। তারপর ফের এই ১২৫ বছর পর আবার সেপ্টেম্বর মাসে এমনটা দেখল এই দেশ।

Published by
News Desk

মাঝে পার করে গেছে একটা শতক। তার মধ্যে তো নয়ই, উপরন্তু আরও ২৫টি বছর যুক্ত হয়েছে। সব মিলিয়ে ১৮৯৮ সালের পর ২০২৩ সালে এমন এক সেপ্টেম্বর দেখল সূর্যোদয়ের দেশ। এখানে বলে রাখা ভাল যে জাপানে ১৮৯৮ সাল থেকেই আবহাওয়ার মাস ধরে রিপোর্ট রাখা শুরু হয়েছিল। ফলে তার আগের রেকর্ড জাপানের আবহাওয়া দফতরের হাতে সেভাবে খুঁটিয়ে নেই।

তারপর ১২৫ বছরে এমন এক গরম সেপ্টেম্বর মাস রেকর্ড হয়নি জাপানের আবহাওয়ার ইতিহাসে। এবার সেপ্টেম্বরে জাপানের পারদ চড়েছে স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। টোকিওতেই এবার গড় পারদ সেপ্টেম্বরে রেকর্ড হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

২০২২ সালে টোকিওতে সেপ্টেম্বরে রেকর্ড গরম পড়েছিল। সেবার গড় পারদ রেকর্ড হয়েছিল ২৬.২ ডিগ্রি। এবার তার চেয়েও দশমিক ৫ বেশি হল গড় পারদ। ফলে ১২৫ বছরে এবার সবচেয়ে গরম সেপ্টেম্বর দেখল জাপান। বিশ্বজুড়েই এবার সবচেয়ে বেশি গরম পরিলক্ষিত হয়েছে গ্রীষ্মে।

জাপান সেপ্টেম্বরই যে রেকর্ড গড়ল এমনটা নয়। গরমে জুলাই মাসও রেকর্ড গড়েছে। সবচেয়ে গরম জুলাই কাটিয়েছেন জাপানের বাসিন্দারা। দ্বিতীয় উষ্ণ জুনও কাটাতে হয়েছে তাঁদের।

ফলে চলতি বছরে গরম পিছু ছাড়ছে না জাপানের। স্বাভাবিকের চেয়ে পারদ বেশিই চড়ে আছে। আবহবিদরাই মনে করছেন জাপানে এমন পারদ বৃদ্ধি অত্যন্ত অস্বাভাবিক। এবার গ্রীষ্মেও জাপান কার্যত আগুনে গরমে পুড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: JapanWeather