World

২ টুকরো পাথর থেকে বেরিয়ে পড়েছে রাক্ষস, কাঁপছে গোটা এলাকা

একটা বিশাল পাথরের মধ্যেই আটকে ছিল এক ভয়ংকর রাক্ষস। কিন্তু পাথর ভেঙে এখন ২ টুকরো হয়েছে। জানতে পেরে গোটা চত্বর জুড়ে এখন আতঙ্কের পরিবেশ।

Published by
News Desk

খবরটা জানতে পারার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়ায়। কিলিং স্টোন ২ টুকরো হয়ে গেছে! কীভাবে হল এই কাণ্ড? উত্তর কারও জানা নেই। তবে সকলেই এটা জানেন যে কিলিং স্টোন ভেঙে যাওয়া মানে ভিতর থেকে বেরিয়ে পড়েছে সেই রাক্ষসটা। মুক্তি পেয়েছে সে। এবার সে চারিদিকে অনর্থ ঘটাবে।

১ হাজার বছরের বিশ্বাস। এই পাথর ঘিরে কতই লোকশ্রুতি ঘুরে বেড়ায় আকাশে বাতাসে। কান পাতলে শোনা যায় প্রাচীন কালে ওই আগ্নেয়শিলার মধ্যেই আটকে পড়েছিল ৯ লেজ বিশিষ্ট রাক্ষস শেয়ালটা। যাকে স্থানীয়রা জানেন তামোমো-নো-মায়ে বলে। মানুষের বিশ্বাস ওই পাথরের সংস্পর্শ আসা মানেই মৃত্যু নিশ্চিত।

লোকশ্রুতি এটাই যে ওই কিলিং স্টোন থেকে সর্বদা এক বিষাক্ত গ্যাস বার হতে থাকে। তাই পাথরের সংস্পর্শে আসা মানেই মৃত্যু। আর এবার তো সেই পাথর ভেঙে তা থেকে রাক্ষসটাই বেরিয়ে পড়েছে!

জাপানের টোকিও শহরের কাছে তোচিগি পাহাড়ে পর্যটকরা হাজির হন এখানকার উষ্ণ প্রস্রবণের টানে। এখানেই দেখা যায় সেই কিলিং স্টোনকে। তবে কেউ কাছে যান না। পাথরটা ভাঙার পর এখন তো ওই চত্বরেই কেউ যাচ্ছেন না।

জাপান সরকারও এখন মুশকিলে পড়েছে। তারা বুঝে উঠতে পারছে না ওই ভাঙা পাথরটি নিয়ে কি করা যায়! স্থানীয় মানুষের বিশ্বাস ২০২২-এ এই পাথর ভাঙা আসলে অশুভ লক্ষণ।

কিন্তু এই প্রাচীন পাথরটি ভাঙল কীভাবে? বিজ্ঞানীরা মনে করছেন, বৃষ্টির জল পাথরে ঢুকছিল। আর তার জেরেই একসময় পাথরটি ফেটে এভাবে ২ টুকরো হয়ে গেছে।

Share
Published by
News Desk
Tags: Japan