World

এবার চিনকে কোণঠাসা করা শুরু করল জাপান

ভারতীয় সেনার ওপর লাদাখে হামলা চালানো চিনকে এবার কোণঠাসা করা শুরু করল জাপান।

Published by
News Desk

নয়াদিল্লি ও টোকিও : চিনা সেনা লাদাখের গালওয়ানে যেভাবে ভারতীয় সেনার ওপর হামলা চালিয়েছে, যেভাবে তারা আগ্রাসন নীতি নিয়েছে গালওয়ানে তার যোগ্য জবাব দিতে তৈরি ভারতও। এদিকে গালওয়ানকে কেন্দ্র করে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক তলানিতে ঠেকার পর এবার ভারতের বন্ধু হিসাবে পরিচিত জাপান চিনকে কোণঠাসা করা শুরু করল। জাপান প্রশাসনিক কাজ চালালেও বেশ কিছু দ্বীপ নিয়ে তৈরি বিতর্কিত সেনকাকুজ দ্বীপসারির দিকে নজর রয়েছে চিনের। এবার সেখানে জাপান আরও শক্ত নিয়ন্ত্রণের রাস্তায় হাঁটল। যাতে বেজায় চটেছে চিন।

জাপানে যা সেনকাকুজ নামে পরিচিত চিনারা তাকে বলে দিয়াউজ। এই দিয়াউজের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও বাড়াতে জাপানের ইশিগাকি সিটি কাউন্সিলে একটি বিল পাশ হয়েছে যাতে জাপানের ওই দ্বীপসারির ওপর নিয়ন্ত্রণ সুনিশ্চিত হয়। যা চিন একেবারেই মেনে নিচ্ছে না। চিন বিল পাশের আগেই জাপানকে হুঁশিয়ার করে জানিয়েছিল ওই এলাকায় শান্তি বজায় রাখতে জাপান যেন ওই দ্বীপসারি যে পরিস্থিতিতে রয়েছে তা পরিবর্তন করার চেষ্টা না করে। যদিও তাতে কর্ণপাত করেনি জাপান।

চিন আগেই দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাণিজ্য জলপথের ওপর নিয়ন্ত্রণ চাইছে। ভারত মহাসাগরেও তাদের গতিবিধি সুবিধের নয়। গত এপ্রিল থেকেই সেনকাকুজ-এর আশপাশে চিনা নৌবাহিনীকে ঘোরাফেরা করতে দেখে জাপানের উপকূলরক্ষী বাহিনী। তারপরই ১৯৭২ সাল থেকে নিয়ন্ত্রণে থাকা সেনকাকুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তৈরি করতে সচেষ্ট হয় জাপান। প্রসঙ্গত সেনকাকুজ দ্বীপসারির দ্বীপগুলিতে কোনও মানুষ থাকেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: ChinaJapan

Recent Posts