World

জাপানে ‘ল্যান’-এর তাণ্ডব, মৃত ৫

Published by
News Desk

জাপানে কার্যত তাণ্ডব চালাল টাইফুন ‘ল্যান’। দেশের জাতীয় নির্বাচনের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে ধেয়ে আসে এই ঘূর্ণিঝড়। সোমবার সকাল পর্যন্ত যার জেরে ৫ জনের মৃত্যু হয়েছে। ১ জন নিখোঁজ। শক্তিশালী ‘ল্যান’-এর ধ্বংসাত্মক সম্ভাবনার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে প্রায় ১ হাজার বাসিন্দাকে টোকিও এবং তার পার্শ্ববর্তী এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড়টি জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় শিজুওকার কাছে স্থলভূমিতে প্রবেশ করে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার গতির এই ঝড়ের দাপটে টোকিও শহরাঞ্চলে যোগাযোগ রক্ষাকারী ট্রেন এবং কিছু শিনকানসেন বুলেট ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের খাতায় প্রায় ৩০০টি উড়ানও।

সমগ্র দ্বীপপুঞ্জ জুড়েই তাণ্ডব চালায় ল্যান। উত্তর জাপানে ফেরি পরিষেবা স্থগিত রাখা হয়েছে। নির্মীয়মাণ অট্টালিকার স্কাফহোল্ডিং ভেঙ্গে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঝড়ের গতিবিধির দিকে নজর রাখছে প্রশাসন। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। রাস্তায় গাছ পড়ে যান চলাচল অনেক জায়গায় বিপর্যস্ত। অবস্থার দিকে কড়া নজর রেখেছে প্রশাসন।

Share
Published by
News Desk
Tags: Japan