World

বিশ্বজুড়ে করোনার থাবা, বাড়ছে মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা করল জাপান

বিশ্বজুড়ে এখনও ৭৮ হাজারের ওপর মানুষের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস

Published by
News Desk

বিশ্বজুড়ে করোনা ভাইরাস তার দাপট দেখিয়ে চলেছে। বিশ্বজুড়ে এখনও ৭৮ হাজারের ওপর মানুষের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৭৮ হাজারের ওপর। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৯৪ হাজার মানুষ।

বিশ্বজুড়ে আক্রান্তদের মধ্যে ৩ লক্ষ ৬৮ হাজার শুধু মার্কিন মুলুকের বাসিন্দা। এখনও পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার মানুষের।

মার্কিন মুলুকের পরিস্থিতি ভয়াবহ বটে। তবে ইতালি ও স্পেনের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। যদিও তা খাতায় কলমে। এখনও পর্যন্ত ইতালিতে সাড়ে ১৬ হাজার মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। শহরের পর শহর লকডাউনে দিন কাটাচ্ছে।

একইভাবে স্পেনেও ১৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে করোনায়। ফ্রান্সে এখনও প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেখানেও করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে।

জাপানে প্রকোপ বাড়তে শুরু করায় আর ঝুঁকি নিলেন না প্রধানমন্ত্রী শিনজো আবে। কদিন আগেও জাপান দাবি করছিল তারা অলিম্পিকস সঠিক সময়েই করবে। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে তা ১ বছর পিছনো হয়।

মঙ্গলবার জাপান কিন্তু করোনা রুখতে টোকিও, ওসাকা সহ আরও ৫টি জায়গায় জরুরি অবস্থা জারি করেছে। ১ মাসের জন্য এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk