World

২০১৯ থেকে ফের তিমি শিকার শুরু করছে এই দেশ

Published by
News Desk

একটা সময়ে এত তিমি শিকার হয়েছে যে তিমির বেশ কিছু ধরণ বিলুপ্তপ্রায় প্রাণির তালিকায় জায়গা পায়। ১৯৮৬ সালে তিমি শিকারে নিষেধাজ্ঞা জারি করে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন। জাপান ছিল এই হোয়েলিং কমিশনের সদস্য। কিন্তু বুধবার জাপান সরকার ঘোষণা করেছে তারা ফের তিমি শিকার শুরু করছে। ২০১৯ সালের জুলাই মাস থেকে এই তিমি শিকার শুরু করবে তারা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশনের সদস্যপদও ছেড়ে দিয়েছে জাপান। জাপান সরকার জানিয়ে দিয়েছে তারা তাদের জলভাগেই এই বাণিজ্যিক তিমি শিকার করবে। সেসব তিমিই তারা শিকার করবে যেগুলি যথেষ্ট সংখ্যায় বর্তমান।

জাপানের এই বাণিজ্যিক তিমি শিকারের ঘোষণা কিন্তু ভাল চোখে নিচ্ছেনা প্রাণি সংরক্ষণ সংস্থাগুলি। তারা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। যদিও জাপান এখনও তাদের ঘোষণায় অনড়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts