World

অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, কিনতে হবে, মহিলাকে ঠকিয়ে ৬ লক্ষ টাকা হাতাল ভুয়ো মহাকাশচারী

সে মহাকাশে রয়েছে। সেখানে ভাসছে। কিন্তু অক্সিজেন ফুরিয়ে এসেছে। অক্সিজেন কিনতে হবে। সেজন্য টাকা দরকার। মহিলাকে ঠকিয়ে প্রায় ৬ লক্ষ টাকা হাতিয়ে নিল ভুয়ো মহাকাশচারী।

Published by
News Desk

সে মহাকাশে রয়েছে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার কথা। তবে তার আগেই মহাকাশে ক্রমশ তার অক্সিজেন ফুরিয়ে আসছে। দ্রুত অক্সিজেন কিনতে হবে। না হলে বাঁচা মুশকিল।

অক্সিজেন কেনার জন্য টাকার দরকার। এটি সে বুঝিয়েছিল তার বৃদ্ধা বান্ধবীকে। বৃদ্ধাও তার কথায় ভুলে ৬ হাজার ৭০০ ডলার পাঠান অক্সিজেন কেনার জন্য। ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ টাকার মত। তারপর আর সেই ভুয়ো মহাকাশচারীর খবর পাওয়া যায়নি।

গত জুলাই মাসে এই একাকী থাকা ৮০ বছরের বৃদ্ধার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওই ব্যক্তির। নিজেকে মহাকাশচারী বলে পরিচয় দেয় সে। সে যে মহাকাশচারীই তা বৃদ্ধাকে বোঝাতে সে নানা সাজানো ফটো সহ এমন অনেক কিছু সোশ্যাল মিডিয়া মারফত ওই বৃদ্ধার সামনে আনে যাতে বৃদ্ধা একসময় বিশ্বাস করতে শুরু করেন যে তাঁর এই নতুন বন্ধু একজন মহাকাশচারীই।

ওই ভুয়ো মহাকাশচারী এটাও বোঝায় যে মহাকাশ থেকে ফিরে সে ওই বৃদ্ধার সঙ্গেই সময় কাটাবে। বৃদ্ধা একসময় কিন্তু তাকে বিশ্বাসও করতে থাকেন।

এতটাই বিশ্বাস করেন যে মহাকাশে অক্সিজেন ফুরিয়ে যাওয়া এবং সেজন্য দ্রুত টাকার দরকারটাও মেনে নেন। এভাবে টাকাটাও খোয়ান।

জাপানের হোক্কাইডো শহরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে এই ঘটনা ঘটলেও একা ওই মহিলা নন, অনেক একাকী বয়স্কই এই ধরনের জালিয়াতির শিকার হচ্ছেন। তাঁদের একাকীত্বকেই কাজে লাগিয়ে তাঁদের কাছ থেকে জমানো পুঁজি হাতিয়ে নিচ্ছে এই সব ঠগেরা।

Share
Published by
News Desk
Tags: Japan