World

পোশাক ছেড়ে বিছানায় শুতেই নাকে গন্ধ, খাটের তলায় উঁকি দিয়ে চেঁচিয়ে উঠলেন যুবতী

তিনি একাই বেড়াতে এসেছিলেন। সারাদিন ঘুরে হোটেলের ঘরে ফিরে পোশাক ছেড়ে বিছানায় শুয়েছিলেন। তখনই নাকে আসে একটা অচেনা গন্ধ। খাটের তলায় উঁকি দেন তিনি।

Published by
News Desk

হোটেলের ঘরে একাই ছিলেন। একাই দেশে বিদেশে ঘুরে বেড়ান ওই যুবতী। সারাদিন শহর ঘুরে তিনি হোটেলে ফেরেন। তারপর পোশাক খুলে ক্লান্ত শরীরটা এলিয়ে দেন বিছানায়। ঘরে তিনি একা। তাই চিন্তার কিছু নেই।

বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তাঁর নাকে একটা অচেনা গন্ধ আসে। গন্ধটা ভাল লাগেনি তাঁর। কোথা থেকে আসছে এই গন্ধ? খুঁজতে গিয়ে তাঁর মনে হয় গন্ধটা আসছে খাটের তলা থেকে।

তিনি বিছানায় শুয়েই একটু ঝুঁকে বিছানার তলাটা দেখার চেষ্টা করেন। দেখেন ২টো চোখ তাঁর দিকে চেয়ে। এক ব্যক্তি শুয়ে আছেন বিছানার তলায়।

আঁতকে উঠে চিৎকার করে লাফিয়ে ওঠেন যুবতী। ওই ব্যক্তিও বেরিয়ে আসেন খাটের তলা থেকে। ওই ভয়ার্ত যুবতীর দিকে কিছুক্ষণ চুপ করে চেয়ে থাকেন। তারপর ঘর থেকে বেরিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই আতঙ্কের রাতের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে একথা জানান থাইল্যান্ডের ওই যুবতী মডেল। তিনি গিয়েছিলেন জাপানে ঘুরতে। একাই ছিলেন টোকিও-র একটি হোটেলে।

সেখানে তাঁর কাছে ঘরের চাবি থাকা সত্ত্বেও এক ব্যক্তি তাঁর খাটের তলায় কীভাবে পৌঁছলেন তা বুঝে উঠতে পারছেন না ওই মডেল। তিনি এই ঘটনায় এতটাই ভয় পেয়ে যান যে ওই রাতেই অন্য হোটেলে গিয়ে ওঠেন।

এদিকে কীভাবে ওই মহিলার ঘরে একজন পৌঁছে গেল সে বিষয়ে কিছুই বলতে পারছেনা হোটেল কর্তৃপক্ষ বলে দাবি মহিলার। তিনি জানিয়েছেন হোটেল তাঁর থাকার টাকা ফেরত দিলেও কোনও ক্ষতিপূরণ তাঁকে দেয়নি। জাপানে বাকি সময়টা তিনি অন্য হোটেলের ঘরেও জেগেই কাটাতে বাধ্য হন।

Share
Published by
News Desk
Tags: Japan

Recent Posts