World

একা পুরুষদের ঢোকা বন্ধ হয়ে গেল চিড়িয়াখানায়, কারণ জানলে চোখ কপালে উঠবে

একা কোনও পুরুষ এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেননা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ রয়েছে। যা শুনলে চোখ কপালে উঠবে।

Published by
News Desk

এতদিন ঢুকতে পারলেও আগামী দিনে আর পারবেননা। কোনও পুরুষ একা চাইলে এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেননা। তাঁর সঙ্গে তাঁর পরিবার বা কোনও মহিলা বন্ধু থাকা প্রয়োজন।

চিড়িয়াখানায় নানা পশুপাখিকে খুব কাছ থেকে দেখার সুযোগ থাকে। চিড়িয়াখানায় সময় কাটানো বেশ আনন্দেরও। অনেক সময় পুরুষরা হাতে কিছুটা সময় পেলে ঢুকতেন এখানে। কেউ আবার এমনিই হাজির হতেন এই চিড়িয়াখানায়।

কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে কোনও আক্রোশ ও ভুল বোঝার কারণে তারা একা কোনও পুরুষের চিড়িয়াখানায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেনি। বরং তাদের অভিজ্ঞতা খুব খারাপ।

অনেক ক্ষেত্রে একা কোনও পুরুষ ওই চিড়িয়াখানায় প্রবেশ করে সেখানকার মহিলা কর্মীদের সঙ্গে এমন সব আচরণ করেন যা মেনে নেওয়া যায়না। একই ব্যবহার তাঁরা মহিলা অতিথিদের ক্ষেত্রেও করে থাকেন।

এমন সব কথা বলেন, এমন আচরণ করেন যা মহিলাদের জন্য অত্যন্ত অস্বস্তির কারণ হয়। এমনকি তাঁদের পশুদের সঙ্গে ব্যবহারও সঠিক নয়। সব মিলিয়ে একা পুরুষরা এই চিড়িয়াখানায় প্রবেশের পর তাঁদের নিয়ে নানা সমস্যা তৈরি হয়।

জাপানের তোচিগি এলাকার হিলিং প্যাভিলিয়ন নামে এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই চিড়িয়াখানায় একা পুরুষ অতিথিদের নিয়ে অত্যন্ত বিরক্ত। তাই এবার থেকে তারা সাফ জানিয়ে দিয়েছে চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে একা পুরুষ প্রবেশাধিকার পাবেন না।

হয় তাঁদের পরিবার নিয়ে আসতে হবে। অথবা কোনও মহিলা বন্ধু তাঁদের সঙ্গে থাকতে হবে। বিষয়টি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

Share
Published by
News Desk
Tags: Japan

Recent Posts