World

এই দেশে পথচলতি মানুষকে ভেজানো মানে নিজের বিপদ ডেকে আনা

রাস্তায় জমে থাকা জলে গাড়ির চাকা পড়লে জল ছিটকে যায়। সেই জল যদি পথচলতি মানুষের গায়ে একটুও লাগে তাহলে কিন্তু এই দেশে গাড়ি চালকের বিপদ আছে।

Published by
News Desk

বৃষ্টির পর রাস্তার জমা জলের ওপর দিয়ে গাড়ি গেলে নোংরা জল ছিটিয়ে পথচলতি মানুষের গায়ে লাগে। গাড়িচালক যে সবসময় ইচ্ছা করে করেন তা নয়। তবে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, পথচলতি মানুষের শরীর ও পোশাক তো সেই নোংরা জলে ভেজেই। অনেক সময় পোশাকে এমন দাগ হয় যে তা পরে কোনও কাজে যাওয়া যায়না।

কাজে বেরিয়ে বিপদে পড়তে হয় মানুষকে। তবে এসব বছরের পর বছর ধরে চলে আসছে। যার জন্য চালকের কোনও শাস্তি হয়না। শুধু ভারত বলেই নয়, প্রায় কোনও দেশেই হয়না।

কিন্তু জাপানে এভাবে রাস্তায় জমে থাকা জলের ওপর গাড়ি চালাতে গিয়ে যদি একটুও জল ছিটিয়ে পথচারীর গায়ে লাগে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে ওই গাড়িচালকের।

জাপানে পথচলতি মানুষের গায়ে এভাবে জলের ছিটে লাগা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য চালকের মোটা অঙ্কের জরিমানা হয়। এমন হতেও পারে যে বৃষ্টির পর রাস্তা দিয়ে সাবধানে যেতে গিয়েও কোনওভাবে কারও গায়ে জল ছিটিয়ে লেগে গেল।

চালক চেষ্টা করেও রক্ষা করতে পারলেননা। তাহলেও চালকের রেহাই নেই। জরিমানার মুখে তাঁকে পড়তেই হবে। জাপানে পথচলতি মানুষের গায়ে সামান্য জলের ছিটেও বড় ধরনের অপরাধ হিসাবে দেখা হয়।

তাই জরিমানার অঙ্কটাও বেশ বড়সড়ই হয়ে থাকে। তাই জাপানে বৃষ্টি হওয়ার পর গাড়ি নিয়ে বার হলে চালকরা অত্যন্ত সাবধানে গাড়ি চালান।

Share
Published by
News Desk
Tags: Japan

Recent Posts