Entertainment

পুরুষদের এই জিনিসটির ওপর জাহ্নবী কাপুরের প্রবল আকর্ষণ

Published by
News Desk

তরুণীদের হ্যান্ডসাম পুরুষদের প্রতি আকর্ষণ থাকতে পারে। কিন্তু কোনও তরুণী পুরুষদের সুগন্ধি ব্যবহার করেন এমনটা বড় একটা শোনা যায়না। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর কিন্তু এটাই পছন্দ করেন। পুরুষদের বিভিন্ন সুগন্ধির গন্ধ তাঁকে পাগল করে। এমনকি বাইরে যাওয়ার সময় পুরুষদের সুগন্ধি বা পারফিউম ও মহিলাদের পারফিউম মিশিয়ে মেখে বার হন তিনি। কখনও কখনও তো শুধু পুরুষদের পারফিউমই মেখে ফেলেন।

এটা কোনও রটনা নয়। বর্তমানে বলিউডের উঠতি নায়িকাদের অন্যতম জাহ্নবী কাপুর একথা নিজেই স্বীকার করেছেন। জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন ছোট ছিলেন তখন বাবা বনি কাপুরের সুগন্ধি নিয়ে লুকিয়ে ঘাঁটতেন। সেসব গন্ধ তাঁকে টানত। সেই থেকেই পুরুষদের পারফিউমের ওপর একটা টান তৈরি হয়ে যায়। বড় হয়েও সেই টানটা রয়েই গেছে। এখনও মহিলাদের পারফিউমের সঙ্গে পুরুষদের পারফিউম মিশিয়ে মাখতেই তিনি পছন্দ করেন।

জাহ্নবী এখন বিশ্বখ্যাত একটি পারফিউম সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সূত্রেই তাঁর এই স্বীকারোক্তি। নিজের গোপন ভালবাসার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। জানিয়েছেন পুরুষদের পারফিউম তাঁকে টানে। জাহ্নবী কাপুরের হাতে এখন অনেক কাজ। তাঁর বেশ কিছু সিনেমা রিলিজ হতে চলেছে। যার মধ্যে রয়েছে ‘ঘোস্ট স্টোরিজ’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্যা কার্গিল গার্ল’, ‘রুহ আফজা’ ও ‘দোস্তানা ২’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk