Entertainment

ফের পর্দা কাঁপাতে আসছেন জেমস বন্ড, সামনে এল ফার্স্ট লুক

Published by
News Desk

অনেক দিনের অপেক্ষা। ফের আসতে চলেছে জেমস বন্ডের নতুন সিনেমা। এবারও ড্যানিয়েল ক্রেগ থাকছেন ০০৭-এর ভূমিকায়। এটা হতে চলেছে জেমস বন্ডের ২৫ তম সিনেমা। সেই সিনেমার প্রথম দর্শন সামনে এল সোমবার। জেমস বন্ড ট্যুইটার হ্যান্ডলে সোমবার এই লুক সামনে আনা হয়। লেখা হয় বন্ড ইজ ব্যাক। নতুন সিনেমার নাম হচ্ছে ‘নো টাইম টু ডাই’। সিনেমায় ড্যানিয়েল ক্রেগকে অনেকগুলি রোমহর্ষক স্টান্টে দেখতে পাবেন দর্শকরা।

জেমস বন্ড মানেই টানটান উত্তেজনা। পুরো সিনেমায় একটা সিনও বাদ দেওয়ার উপায় নেই। অপলকে পর্দার দিকে চেয়ে থাকা। আর শিহরিত হওয়া জেমস বন্ডের অতিমানবিক পদক্ষেপ দেখে। ০০৭-এর সেই বিখ্যাত সুর বেজে উঠলেই মানুষ নড়ে চড়ে বসেন। সেই সুর অনেকদিন পর্দা কাঁপায়নি। ফলে জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা নিয়ে পারদ চড়ছে। এদিন ট্যুইটারে জানানো হয়েছে জেমস বন্ডের নতুন সিনেমার ট্রেলার সামনে আসছে আগামী বুধবার।

নো টাইম টু ডাই সিনেমায় জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা ড্যানিয়েলকে দেখা যাবে গাড়ি ও বাইক নিয়ে ঝুঁকির স্টান্ট দিতে। আরও একগুচ্ছ চমকে দেওয়া স্টান্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য। ভিলেন এখানে মুখোশ পরা কেউ। তার সঙ্গেই জেমস বন্ডের লড়াই। ২০২০ সালের ৩ এপ্রিল ভারতে মুক্তি পাবে নো টাইম টু ডাই। তার আগে বুধবার সিনেমার ট্রেলার দেখার জন্য মুখিয়ে সকলেই।‌ — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk