Categories: State

বন্যা পরিস্থিতির উন্নতি, সমস্যা পানীয় জল

Published by
News Desk

জলপাইগুড়ির মালবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হল এদিন। গত ২ দিনে এখানকার বিভিন্ন জনবসতি বন্যার শিকার হয়। বহু গ্রামে জল ঢুকে যায়। বাড়িঘর ছেড়ে অনেকেই অন্যত্র চলে যান। গত ২ দিন ধরে একটানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। গোদের ওপর বিষ ফোড়ার মত তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। এদিকে বন্যা দুর্গতদের মধ্যে চিঁড়ে, গুড় বিতরণ শুরু করেছে স্থানীয় ব্লক প্রশাসন। বিস্তীর্ণ এলাকায় বন্যার জন্য পানীয় জলের সংকট শুরু হয়েছে। বন্যা দুর্গতদের দাবি, প্রশাসন পানীয় জল সরবরাহে গুরুত্ব না দেওয়ায় সমস্যা আরও বাড়ছে।

Share
Published by
News Desk