Sports

২৬ গোলে জিতে ইতিহাস গড়ল ভারত

Published by
News Desk

আজ অব্ধি কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এত গোলে জয় পায়নি ভারত। পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল তারা। ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান গেমসে তাদের গ্রুপ গিলের খেলায় বুধবার হংকংকে হারাল ২৬-০ ব্যবধানে। রূপীন্দর পাল সিং একাই ৫ গোল করেন। এছাড়া হরমনপ্রীত সিং ৪টি ও আকাশদীপ সিং ৩টি গোল করেন। ললিত উপাধ্যায়, বরুণ কুমার ও মনপ্রীত সিং ২টি করে গোল করেন। বাকিরা ১টি করে গোল করেন। কার্যত এদিন পুরো সময় জুড়ে হংকংকে নিয়ে মাঠে ছেলেখেলা করে ভারতীয় হকি টিম।

এর আগে ভারতীয় হকি দল ১৯৩২ সালের অলিম্পিকে ২৪-১ ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল। সেটাই ছিল এতদিন রেকর্ড। সেই রেকর্ড এদিন ভেঙে তৈরি হল নতুন রেকর্ড। তবে সামোয়াকে ৩৬-১ গোলে হারিয়ে বিশ্বরেকর্ডটা ধরে রেখেছে নিউজিল্যান্ডই।

Share
Published by
News Desk

Recent Posts