Sports

ভারতকে সোনা এনে দিলেন ভিনেশ, গড়লেন ইতিহাস

Published by
News Desk

এশিয়ান গেমসের প্রথম দিনে ভারতকে একটি সোনা এনে দিয়েছিলেন বজরং পুনিয়া। দ্বিতীয় দিনে সোনা এনে দিলেন ভিনেশ ফোগট। ভিনেশের এই কৃতিত্ব শুধু দেশকে সোনাই এনে দিলনা, গড়ল ইতিহাস। ভিনেশ হলেন ভারতের সেই সোনার মেয়ে যিনি এশিয়ান গেমসের আসরে ভারতকে মহিলা কুস্তিতে প্রথম সোনাটি এনে দিলেন। এর আগে কখনও কোনও এশিয়ান গেমসে ভারতীয় মহিলারা কুস্তিতে সোনা জিততে পারেননি।

এদিন ফাইনালে ভিনেশ মুখোমুখি হয়েছিলেন জাপানের ইউকি ইরির। প্রথমে লিড পেলেও পরে ইউকি লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালান। যা ভিনেশকে কিছুটা হলেও চাপে ফেলে দেয়। যদিও শেষ রক্ষা হয়নি। ভিনেশই জেতেন। আর ভারতের ক্রীড়া ইতিহাসের নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে ফেলেন। প্রসঙ্গত ভারতের ২টি সোনাই এল কুস্তিতে। বজরং এবং ভিনেশ ২ জনেই আবার ফাইনালে জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নিজেদের সোনা নিশ্চিত করলেন।

Share
Published by
News Desk

Recent Posts