Sports

সোনা এনেছেন বজরং, রুপো এনে দিলেন দীপক

Published by
News Desk

এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের শুরুতেই ১ মিটার এয়ার রাইফেলে দেশকে রুপো এনে দিলেন দীপক কুমার। এদিন ভারতীয় শ্যুটার দীপক কুমারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় চিনের প্রতিদ্বন্দ্বীর। অবশেষে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে দীপক কুমার পিছিয়ে পড়েন। রুপো পান তিনি। তবে এবারের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম পদক এনে দেওয়া অপূর্বী চান্ডেলা ও রবি কুমার দ্বিতীয় দিনে ব্যর্থ। গত রবিবার মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতলেও এদিন ব্যক্তিগত ইভেন্টে ২ জনেই ব্যর্থ হন।

প্রথম দিনে ব্রোঞ্জের সঙ্গে দ্বিতীয় যে পদকটি ভারতের ঝুলিতে আসে তা সবার কাঙ্ক্ষিত স্বর্ণ পদক। ভারতকে প্রথম দিনেই সোনা এনে দেন হরিয়ানার ছেলে বজরং পুনিয়া। ৬৫ কেজি বিভাগের কুস্তিতে সোনা জেতার পথে ২৪ বছরের এই যুবকের সামনে পড়েছেন একের পর এক প্রতিভাশালী প্রতিদ্বন্দ্বী। কিন্তু কার্যত বজরংয়ের দুরন্ত ফর্মের সামনে কেউই তেমন টিকতে পারেননি। যেটুকু লড়াই বজরংয়ের বিরুদ্ধে দিতে পেরেছেন তা দিয়েছেন জাপানের প্রতিদ্বন্দ্বী। ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে বজরং প্রথমে এগিয়ে গেলেও তাঁকে ধরে ফেলেন জাপানের কুস্তিগির। পরে অবশ্য তাঁকে ১১-৮ পয়েন্টে পরাজিত করে সোনা জেতেন বজরং।

Share
Published by
News Desk

Recent Posts