Sports

তাস থেকে ভারতকে সোনা এনে দিলেন ২ বঙ্গসন্তান

Published by
News Desk

তাসের দেশে বঙ্গসন্তানদের দাপট আজকের নয়। ব্রিজ খেলায় দেশ-বিদেশে বাঙালি তাসাড়ুদের কদর যথেষ্ট। সেই ঐতিহ্য ধরে রেখে দেশকে এশিয়ান গেমস থেকে সোনা এনে দিলেন ২ বঙ্গসন্তান প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকার। শনিবার জাকার্তায় ৩৮৪ পয়েন্ট করে সেরা হয় প্রণব-শিবনাথ জুটি। তাঁদের কড়া টক্কর দেন চিনের জুটি লিক্সিং ইয়াং এবং গ্যাং চে। তাঁরা শেষ করেন ৩৭৮ পয়েন্টে। রুপো জিতে চিন। ৩৭৪ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতে ইন্দোনেশিয়ার জুটি। এদিন প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকার জুটির অসামান্য সাফল্যের পর তাঁদের ট্যুইটারে অভিনন্দন জানান ভারতের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। তাস থেকে সোনা আসায় এদিন পরপর ২টি সোনা জয় করল ভারত। এই নিয়ে ১৫টি সোনা জেতা হয়ে গেল ভারতের।

এদিন আরও ২ বঙ্গসন্তান জুটি বেঁধে পদক যুদ্ধে নেমেছিলেন। দেবব্রত মজুমদার ও সুমিত মুখোপাধ্যায়। কিন্তু তাঁরা শেষ করেন নবম স্থান পেয়ে। ৩৩৩ পয়েন্ট পান তাঁরা। উল্লেখ্য, ব্রিজের অন্য ২টি ইভেন্ট থেকে ২টি ব্রোঞ্জ জয় করেছে ভারত।

Share
Published by
News Desk

Recent Posts