Sports

মহিলা রিলে দৌড় থেকে‌ এল সোনা, পুরুষরা এনে দিলেন রুপো

Published by
News Desk

মহিলাদের ৪০০ মিটার রিলে রেস থেকে ফের সোনা ঝুলিতে পুরল ভারত। পৌঁছে গেল ১৩ তম সোনায়। এদিন ১৫০০ মিটার পুরুষদের দৌড় থেকে জিনসন জনসন সোনা এনে দেওয়ার পর ৪০০x৪ মহিলাদের রিলে দৌড় থেকেও সোনা জিতে নেয় ভারত।

ভারতের এই সোনার দৌড়ে ছিলেন ৪ মহিলা প্রতিভা। হিমা দাস, সারিতাবেন গায়কোয়াড়, এম পুভাম্মা এবং ভি ভিসমায়া। এই ৪ নারীর অসামান্য দৌড় ও একে অপরের সঙ্গে সমঝোতা এদিন ভারতকে ফের অ্যাথলেটিক্স থেকে সোনা এনে দিল। তবে এই সোনা জয়ের কারিগর যদি কাউকে বলতে হয় তিনি হিমা দাস। প্রথম দৌড়ে তিনি যে বড় ব্যবধান গড়ে দেন, সেটাকেই পুরো দস্তুর দক্ষতার সঙ্গে কাজে লাগান বাকিরা। ফের ভারত বুঝিয়ে দিল এশিয়ায় অ্যাথলেটিক্সে ভারতও এক অন্যতম শক্তি হিসাবে উঠে আসছে। তাদের এবার সমীহ করার দিন এসে গেছে।

৪০০x৪ মহিলা রিলেতে ভারত সোনা পেলেও পুরুষদের ক্ষেত্রে হাতছাড়া হল সোনা। একটুর জন্য রুপোতে শেষ হয় পুরুষদের রিলে দৌড়। তবে সেটাও কম নয়।

Share
Published by
News Desk

Recent Posts