Sports

১২-তে সম্পূর্ণ ৫৭, ১৪-কে ছাপাবে ১৮

Published by
News Desk

এশিয়ান গেমসে গতবার ২০১৪ সালে ভারত পেয়েছিল সাকুল্যে ৫৭টি পদক। যারমধ্যে ১১টি ছিল সোনা, ১০টি রুপো এবং ৩৬টি ব্রোঞ্জ পদক। ক্রমতালিকায় শেষ করেছিল অষ্টম হয়ে। সেই রেকর্ড কী এবার ছাপিয়ে যেতে পারবেন ভারতীয় ক্রীড়াবিদরা? প্রশ্নটা ছিল এশিয়ান গেমসের শুরু থেকেই। ৫৭ ছোঁয়া ছিল টার্গেট।

এবারের এশিয়ান গেমসের দ্বাদশ দিনেই কিন্তু সেই রেকর্ড ছুঁয়ে ফেলল ভারত। ৫৭টি পদক তারা ইতিমধ্যেই জয় করে নিয়েছে। সোনার পদকেও গতবারকে ইতিমধ্যেই ছাপিয়ে গেছে তারা। প্রতিযোগিতা শেষ হওয়ার ৩ দিন আগেই গতবারের তুলনায় দ্বিগুণ রুপোর পদক জয় সম্পূর্ণ করেছে ভারত। যা পরিস্থিতি তাতে এখনও পদক আসবে। ফলে এবার পদক জয়ে ভারত নিজেদের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে বলেই মনে করছেন সকলে।

Share
Published by
News Desk

Recent Posts