Sports

বাংলার সোনার মেয়ে স্বপ্নার স্বপ্নপূরণ

Published by
News Desk

ভারতের হয়ে অ্যাথলেটিক্সের অন্যতম কঠিন ইভেন্ট হেপ্টাথলনে সোনা এনে দিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মণ। দারিদ্রের সঙ্গে তাঁর কঠিন লড়াইয়ের কথা সোশ্যাল সাইটগুলিতে গত বুধবারই ছড়িয়ে পড়ে। তারপরেই ছিল তাঁর ইভেন্ট। পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলার এই মেয়ের লড়াই দেখতে গোটা দেশ বুধবার মুখিয়ে ছিল। সেই আশা ব্যর্থ হতে দেননি স্বপ্না। অ্যাথলেটিক্সের কঠিন লড়াইয়ে এশিয়ার তাবড় প্রতিযোগীকে পিছনে ফেলে অবশেষে সোনা জয় করেন তিনি।

হেপ্টাথলন হল এমন একটা ইভেন্ট যেখানে একজন প্রতিযোগীকে ৭ রকম অ্যাথলেটিক্স ইভেন্টে অংশ নিতে হয়। যারমধ্যে রয়েছে জ্যাভলিন থ্রো, শট পাট, লং জাম্প, হাই জাম্প, ১০০, ২০০ এবং ৮০০ মিটার দৌড়। এই ৭টি ইভেন্ট থেকে পয়েন্ট পান প্রতিযোগীরা। সেই পয়েন্ট যোগ করে যে পয়েন্ট দাঁড়ায় তাতে সেরাই পান সোনার পদক। এদিন স্বপ্নার এই ৭টি ইভেন্ট থেকে প্রাপ্ত মোট স্কোর দাঁড়ায় ৬০২৬।

একাদশ দিনে দেশের হয়ে একাদশতম সোনাটি এনে দিলেন স্বপ্না। আক্ষরিক অর্থেই দরিদ্র পরিবারের মেয়ে স্বপ্নার এই বিরল কৃতিত্বের জন্য ভারতের বিভিন্ন ক্রীড়ার ক্রীড়াবিদরা প্রশংসায় কার্পণ্য করেননি। ইতিমধ্যেই স্বপ্নাকে ১০ লক্ষ টাকা ও সরকারি চাকরির কথা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts