Sports

মহিলা দল পৌঁছল ফাইনালে, পুরুষদের সেমিফাইনালেই শেষ দৌড়

Published by
News Desk

হকির সেমিফাইনালে ভারতীয় মহিলা দল চিনকে টানটান উত্তেজনার ম্যাচে পরাজিত করে ফাইনালে ওঠে এদিন। ফাইনালে তাদের প্রতিপক্ষ জাপান। ভারতের মহিলা হকি দল সোনা জয়ের আশা জিইয়ে রাখলেও ভারতীয় পুরুষ দল কিন্তু হতাশ করেছে।

এদিন জাকার্তায় মালয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। যাদের কাছ থেকে একটা সোনা আশা করছিলেন ভারতবাসী। গ্রুপ লিগে তেমনই খেলছিল দলটা। কিন্তু এদিন সেমিফাইনালে শ্যুট-অফে স্নায়ুর যুদ্ধে হেরে গেলেন তাঁরা। মালয়েশিয়া সেখানেই নিজেদের স্নায়ু ধরে রেখে জয় ছিনিয়ে নিয়ে গেল। ভারত শ্যুট-অফে হারল ৬-৭ ব্যবধানে। ফলে ব্রোঞ্জ হাতেই ভারতীয় পুরুষ হকি দলকে দেশে ফিরতে হচ্ছে। অন্যদিকে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মালয়েশিয়া।

Share
Published by
News Desk

Recent Posts