Sports

২০০ মিটারেও চাঁদের দ্যুতি, রুপোর ঝলকানি

Published by
News Desk

মহিলাদের ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে রুপো জিতেছিলেন তিনি। গত ২০ বছরে ভারত ১০০ মিটার দৌড়ে এশিয়ান গেমসে কিছু করতে পারেনি। অবশেষে সেই খরা কাটিয়ে রুপো এনে দেন দ্যুতি চাঁদ। সেটা মাত্র দিন তিনেক আগের কথা। সেই পদক জয়ের তালিকায় ফের একটি রুপো যোগ করলেন তিনি। এশিয়ান গেমসের একাদশ দিনে সেই দ্যুতি চাঁদ এনে দিলেন মহিলাদের ২০০ মিটার থেকে রুপোর পদক। এদিন দ্যুতি দৌড় শেষ করেন ২৩ দশমিক ২০ সেকেন্ডে।

অ্যাথলেটিক্সে এবার কিন্তু এশিয়ান গেমসে ভারত তার নিজের ছাপ রাখতে সমর্থ হয়েছে। বিভিন্ন ইভেন্ট থেকে যেভাবে একের পর এক পদক এসেছে তাতে ভারতীয় অ্যাথলেটিক্সের ভবিষ্যৎ নিয়ে আশায় বুক বাঁধছেন দেশের ক্রীড়াবিদ থেকে ক্রীড়া প্রেমিক মানুষজন।

Share
Published by
News Desk

Recent Posts