Sports

৮০০ মিটার দৌড়ে সোনার ছেলে মনজিত, রুপোর ছেলে জিনসন

Published by
News Desk

এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের প্রদর্শন এবার দেখার মত হচ্ছে। একদিকে যাঁদের কাছ থেকে সোনা আসবে বলে ভারতীয়রা মনে করেছিলেন তাঁরা নিরাশ করে চলেছেন। অন্যদিকে অ্যাথলেটিক্সে যেখানে ভারত কখনওই তেমন কিছু করে দেখাতে পারে না, সেখানে একের পর এক সোনা এনে দিচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। এশিয়ান গেমসের দশম দিনে পুরুষদের ৮০০ মিটার দৌড় থেকে সোনা এনে দিলেন মনজিত সিং। এদিন ফাইনালে লড়াই ছিল ভারত বনাম ভারতের। ট্র্যাকে এই ৮০০ মিটার হাড্ডাহাড্ডি লড়াই চলে মনজিত ও জিনসন জনসনের মধ্যে। অবশেষে শেষ হাসি হাসেন মনজিত। হাসি উধাও হয়নি জিনসনেরও। তিনি জেতেন রুপো।

এবার টেবিল টেনিসেও ভারত রেকর্ড গড়েছে। এই প্রথম এশিয়ান গেমস থেকে টেবিল টেনিসে পদক জিতেছে ভারতীয় টেবিল টেনিস দল। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও ব্রোঞ্জ জিতে নিয়েছে তারা।

Share
Published by
News Desk

Recent Posts