Sports

তীরন্দাজিতে ২টি রুপো ঘরে তুলল অর্জুন, একলব্যের দেশ

Published by
News Desk

তীরন্দাজিতে ভারতের ফল এশিয়ান গেমসে খারাপ নয়। এর আগেও সাফল্য এসেছে। এবারও সোনার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারতীয় মহিলা ও পুরুষ দল। তীরন্দাজির দলগত ইভেন্টে ভারতের মহিলা ও পুরুষ ২ দলকেই হতাশ করল দক্ষিণ কোরিয়া। ২টি ইভেন্টেই ভারতকে হারিয়ে সোনা নিয়ে গেলেন দক্ষিণ কোরিয়ার তীরন্দাজরা।

এদিন দলগত বিভাগে পুরুষ দল ও মহিলা দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রবল প্রতিযোগিতা হয়। সোনার লক্ষ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে শেষ হাসি হাসে দক্ষিণ কোরিয়াই।

Share
Published by
News Desk

Recent Posts