Sports

সোনার দৌড়ে সিন্ধু, ব্রোঞ্জেই শেষ সাইনার লড়াই

Published by
News Desk

ভারতের ২ মহিলা ব্যাডমিন্টন তারকার দিকে চেয়ে ছিল গোটা দেশ। এশিয়ান গেমস থেকে এঁরা ঠিকই পদক এনে দেবেন বলেই আশা ছিল তাঁদের। সাইনা নেহওয়াল পদক এনে দিয়েছেন। তবে ব্রোঞ্জ। সেমিফাইনালে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই মহিলা শাটলারকে। এশিয়ান গেমসের নবম দিনে তাইওয়ানের শাটলার তাই জু ইং-য়ের বিরুদ্ধে সাইনা কোনও লড়াইই দিতে পারেননি। পরপর ২টো গেমে হেরে যান তিনি।

অন্যদিকে সাইনা সেমিফাইনালে হারলেও জিতেছেন সিন্ধু। ১ ঘণ্টা ৬ মিনিটের টানটান লড়াইয়ে জাপানের প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেন পিভি সিন্ধু। পৌঁছে যান ফাইনালে। ফাইনালে পিভি মুখোমুখি হবেন তাইওয়ানের তাই জু ইংয়ের। যিনি সাইনাকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেন।

Share
Published by
News Desk

Recent Posts