Sports

টেনিস, রোয়িংয়ে ভারতের ঘরে সোনার ছোঁয়া

Published by
News Desk

রোয়িংয়ে ভারতের ঘরে সোনা বড় একটা আসেনি। সেই রোয়িংয়ে এবার সোনা পেল ভারত। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে রোয়িং থেকে একটা সোনা ও ২টি ব্রোঞ্জ ঝুলিতে পুরেছেন ভারতের রোয়াররা। দিনের শুরুতে পুরুষদের লাইটওয়েট সিঙ্গল স্কালে ব্রোঞ্জ জেতেন দুষ্মন্ত। পরের ইভেন্ট পুরুষদের লাইটওয়েট ডবল স্কালে ব্রোঞ্জ জেতেন ভগবান সিং ও রোহিত কুমার। এরপরের ইভেন্ট ছিল পুরুষদের কোয়াড্রাপল স্কাল। ৪ জন রোয়ারের এই রোয়িং ইভেন্ট প্রথমে শেষ করে সকলকে চমকে দেন ভারতের দাত্তু ভোকানল, সুখমীত সিং, ওম প্রকাশ ও সাবর্ণ সিং।

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের হয়ে ষষ্ঠ সোনা এনে দেয় বোপান্না-শরণ জুটি। টেনিসে পুরুষদের ডবলসে পঞ্চম দিনেই ফাইনালে উঠে নিদেনপক্ষে রুপো পাকা করেছিল এই ভারতীয় টেনিস জুটি। তবে তাঁদের কাছ থেকে সোনাই আশা করছিলেন সকলে। হয়ও তাই। এদিন কার্যত কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিক ও ডেনিস ইয়েভসিয়েভ জুটিকে উড়িয়ে দেন রোহন বোপান্না ও দিভিজ শরণ। ভারতীয় জুটির দাপটে দাঁড়াতেই পারেননি কাজাখ প্রতিদ্বন্দ্বীরা। ৬-৩, ৬-৪ সেটে খেলা জিতে সোনা নিশ্চিত করেন ভারতীয় টেনিস জুটি। খেলা শেষ হতে সময় লাগে মাত্র ৫২ মিনিট।

Share
Published by
News Desk

Recent Posts