Sports

লক্ষ্যভেদ অব্যাহত, ফের পিস্তলে সোনা ভারতের

Published by
News Desk

পিস্তলে ফের সোনা পেল ভারত। গত মঙ্গলবার সকলকে চমকে দিয়ে মাত্র ১৬ বছর বয়সে সোনা জিতে নেন ভারতের কিশোর প্রতিভা সৌরভ চৌধুরি। চতুর্থ দিনে এবার সেনা এনে দিলেন ভারতের সোনার মেয়ে রানি সারনোবাত। ২৫ মিটার পিস্তলের মহিলা বিভাগ থেকে এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজের শীর্ষস্থান নিশ্চিত করেন রানি। রানির প্রধান লড়াই ছিল থাইল্যান্ডের নাফাসওয়ান ইয়াঙ্গপাইবু-র সঙ্গে। ফাইনালে ২ জনেই এক সময়ে ৩৪ পয়েন্টে গিয়ে দাঁড়ান। টাই হওয়ায় শ্যুট-অফ হয়। আর তাতেই শেষ হাসি হাসেন ভারতের রানি।

এই ইভেন্টে আর এক ভারতীয় প্রতিযোগী মনু ভাকের ষষ্ঠ স্থানে শেষ করেন। ফাইনালে মনু ভাল ফল না করতে পারলেও যোগ্যতা অর্জন পর্বে তিনি রেকর্ড স্কোর করেন।

Share
Published by
News Desk

Recent Posts