পুরীর জগন্নাথ মন্দির, ছবি - আইএএনএস
পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়েছিল এ বছরের ২৪ এপ্রিল। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সকলের জন্য বন্ধ হয়ে গিয়েছিল দরজা।
কেবল সেবায়েতরা নিত্যপুজো করতে পারছিলেন। সেবায়েত ও মন্দির কমিটির সদস্যরাই এবার রথের সময় অংশ নিতে পেরেছিলেন। আর কেউ নয়।
তারপর সাড়ে ৩ মাস পর অবশেষে খুলে গেল পুরীর মন্দিরের দরজা। বৃহস্পতিবার থেকে মন্দিরের দরজা খুলে গেলেও সাধারণ মানুষের প্রবেশাধিকার এখনও তৈরি হয়নি।
আপাতত কেবল সেবায়েতদের পরিবারের লোকজনই জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। মঙ্গল আরতি থেকে রাতি পাহুড়া পর্যন্ত সব পুজো দর্শন করতে পারবেন।
এর পরের ধাপে দর্শনের সুযোগ পাবেন পুরী পুরসভার বাসিন্দারা। আগামী ১৬ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত তাঁদের সুযোগ হবে দর্শনের।
তারও পরের ধাপে দেশের সব অংশের সাধারণ মানুষ মন্দিরে প্রবেশ ও বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন। আগামী ২৩ অগাস্ট থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন মন্দিরে।
মন্দিরের দরজা খুলে গেলেও থাকছে একগুচ্ছ শর্ত। মন্দিরে প্রবেশ করতে গেলে মুখে মাস্ক থাকতে হবে। সঙ্গে থাকতে হবে সচিত্র পরিচয়পত্র।
সেইসঙ্গে করোনা টিকার ২টি ডোজ গ্রহণের সার্টিফিকেট অথবা ৯৬ ঘণ্টার মধ্যে করা করোনার আরটি-পিসিআর রিপোর্ট থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ হতে হবে।
পলিথিন ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দির সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা