Entertainment

শ্যুটিং সেটে চোখে আঘাত, রক্তাক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ

Published by
News Desk

আলিয়া ভাটের পর এবার জ্যাকলিন ফার্নান্ডেজ। শ্যুটিংয়ের সেটে চোখে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী। আসলে সময়টা তেমন ভালো যাচ্ছে না জ্যাকলিনের। টাইগার শ্রফ অভিনীত আসন্ন ছবি ‘বাগী ২’-তে তাঁর ‘এক দো তিন গান’-এর ঠুমকা মন ভরাতে পারেনি দর্শকদের। জ্যাকলিন নিঃসন্দেহে নৃত্য পটীয়সী। তবু ২০১৮-র ‘মোহিনী’ নব্বইয়ের দশকের ‘মোহিনী’ মাধুরী দীক্ষিতের সেই আকর্ষণ পূরণ করতে পারেনি। এরমাঝেই ফের বড়সড় ফাঁড়া গেল শ্রীলঙ্কান সুন্দরীর ওপর দিয়ে।

সলমন খান অভিনীত ‘রেস থ্রি’ ছবির শ্যুটিংয়ের জন্য এখন আবুধাবিতে আছেন জ্যাকলিন। সারাদিন তো আর সেখানে শ্যুটিং চলে না। তাই একটু ‘রিল্যাক্সড’ হতে সেটে স্কোয়াশ খেলতে নেমে পড়েন অভিনেত্রী। খেলার সময় নিমেষের অন্যমনস্কতায় আচমকা স্কোয়াশের বল এসে জ্যাকলিনের চোখে আঘাত করে। রক্তাক্ত হয় তাঁর চোখ। জ্যাকলিনের জখম হওয়ার ঘটনায় হুলুস্থুল পড়ে যায় গোটা ইউনিটে। জখম জ্যাকলিনকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন লোকজন। আপাতত কদিন জ্যাকলিনকে শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা।

Share
Published by
News Desk

Recent Posts