মন্দিরে আস্ত হাতি দান করলেন জ্যাকি শ্রফ, এ হাতি হলেও আসলে হাতি নয়
হাতি দান করলেন বলিউড তারকা জ্যাকি শ্রফ। একটা আস্ত হাতি। কিন্তু এ হাতি সে হাতি নয়। কোথায় আলাদা এই জ্যাকির হাতি।

কেরালা সহ দক্ষিণ ভারতে এমন অনেক মন্দির আছে যেখানে হাতি থাকে। মন্দিরের অংশ হয় হাতি। হাতিকে পবিত্র রূপেই সেখানে দেখা হয়। তার কাছ থেকে আশির্বাদ নেন পুণ্যার্থীরা। এমনই এক হাতি একটি মন্দিরে দান করলেন বলিউড তারকা জ্যাকি শ্রফ।
একটা আস্ত হাতি। জ্যাকির সঙ্গে এই হাতি দানে সঙ্গ দেয় প্রাণিদের প্রতি যে কোনও হিংসা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হিসাবে সামনে আসা সংগঠন পেটা। কেরালার ত্রিশূরের কাছে কোদুঙ্গালুর-এর নেদিয়াথালি শ্রী শিব মন্দিরকে জ্যাকি শ্রফ একটি হাতি দান করেন। যার নাম থালিশ্বরণ।
কিন্তু এই মন্দির আগেই ঘোষণা করেছিল যে তারা কোনও হাতি আর মন্দিরে রাখবে না। তাহলে এই হাতি তারা গ্রহণ করল কেন? এখানেই হাতির পরিচয় সামনে আসার পালা।
যে হাতিটি জ্যাকি শ্রফ দান করলেন তা রক্তমাংসের হাতি নয়। একটি যান্ত্রিক হাতি। যে হাতি মাথা দোলায়। কান নাড়ে। ভক্তদের আশির্বাদও করে। কিন্তু কখনও তার হিংসাত্মক হয়ে ওঠার সম্ভাবনা নেই।
জ্যাকি বলেন, ঈশ্বর হাতিদের বানিয়েছেন নদীর জলে খেলা করার জন্য। জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য। প্রকৃতির মাঝেই তাদের নিশ্চিন্তে ঘুরতে দেওয়া উচিত। তাদের পায়ে শিকল বেঁধে রেখে দেওয়া কখনওই কাম্য নয়।
এই যান্ত্রিক হাতি আসল হাতিদের জঙ্গলেই থাকার বার্তা দিচ্ছে। আসল হাতিরা যাতে তাদের পছন্দের স্থান জঙ্গলেই নিজেদের মত করে নিশ্চিন্তে জীবন যাপন করতে পারে সেজন্যই তিনি মন্দিরে একটি যান্ত্রিক হাতি দান করলেন।
যে হাতি মন্দিরে হাতির প্রয়োজনও মেটাবে। আবার আসল হাতিদেরও নিশ্চিন্তে জীবন কাটাতে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা