National

চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী, ট্রাম্প কন্যা ইভাঙ্কার গলায় মোদীর সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা

Published by
News Desk

নারী শক্তির বিকাশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য। এদিন গ্লোবাল অন্ত্রোপ্রনরশিপ সামিটের উদ্বোধনী ভাষণে ট্রাম্প কন্যা তথা তাঁর পরামর্শ উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের গলার জায়গা পেল সবই। এবারের সম্মেলনে ফোকাল সাবজেক্ট নারী শক্তিকে নতুন উদ্যোগে জায়গা করে দেওয়া। তাঁদের উৎসাহিত করা। তাঁদের পাশে দাঁড়িয়ে নারীশক্তিকেও পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে ব্যবসায়ী করে তোলা। ইভাঙ্কা এদিন দাবি করেন নারীরা অর্থনীতিতে আরও বেশি করে যুক্ত হলে আগামী দিনে বিশ্ব জিডিপি-র হার বৃদ্ধি পাবে।

সম্মেলনে নারীশক্তি বিশেষ গুরুত্ব পেলেও এদিন ইভাঙ্কার বক্তব্যে আরও বেশি জায়গা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। একজন চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা প্রমাণ করে দিয়েছে রূপান্তরমূলক পরিবর্তন সম্ভব। দেশ জুড়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন থেকে ভারতের মহাকাশযান চাঁদ থেকে মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে। এটা এক অবিস্মরণীয় সাফল্য। ইভাঙ্কার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আরও উন্নয়নের শিখর ছোঁবে। এককথায় এদিন ইভাঙ্কা ট্রাম্পের বক্তব্যের সিংহভাগই চলে গেছে প্রধানমন্ত্রীর প্রশংসায়।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছেন ভারতের বিনিয়োগ সহায়ক পরিবেশের কথা তুলে ধরতে। মার্কিন বিনিয়োগকারী ও শিল্পপতিদের ভারতে বিনিয়োগে আকর্ষিত করতে দেশের নয়া শিল্পবন্ধু আইন ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরেন তিনি।

Share
Published by
News Desk