Entertainment

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন ইভাঙ্কা দাস

Published by
News Desk

একদম অকপট স্বীকারোক্তি। একজন বলিষ্ঠ মানুষ হিসাবে তিনি স্ক্রিপ্ট পড়ার পর ওয়েব সিরিজটিতে অভিনয় করতে রাজি হয়ে যান। কিন্তু তখন বুঝতে পারেননি যে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁকে এমন চরম অস্বস্তির শিকার হতে হবে। কিছুতেই তিনি সহজভাবে অভিনয় করতে পারছিলেননা। একটা অস্বস্তি কাজ করছিল। বুঝতে পারেন তিনি এসব দৃশ্যের জন্য একদম উপযুক্ত নন। একথা স্বীকার করলেন অভিনেত্রী ও মডেল ইভাঙ্কা দাস।

ওয়েব সিরিজ ‘ইয়ে হ্যায় #মান্ডি’-তে তিনি অভিনয় করেছেন। সেই অভিনয় মুহুর্তের কথাই ভাগ করে নিচ্ছিলেন ইভাঙ্কা। এমনিতে তিনি একজন আধুনিক, বলিষ্ঠ নারী। নাচ বালিয়ে নামে একটি টিভি শো-তে মাধুরী দীক্ষিতের কাছ থেকে প্রচুর অভিনন্দন পান তিনি। সেই ইভাঙ্কা নিজেই জানান তিনি চেয়েছিলেন ‘ইয়ে হ্যায় #মান্ডি’-র মত গল্পে তাঁর অভিনয় করা উচিত। কিন্তু যেই ঘনিষ্ঠ দৃশ্য আসে তখনই মুশকিলে পড়েন ইভাঙ্কা।

ইভাঙ্কা বলেন, ব্যক্তিগত জীবনে তিনি একটু দুর্বোধ্য মানুষ। চুপচাপ থাকতেই বেশি পছন্দ করেন। যখন তিনি কোনও কিছুতে নেতৃত্ব দেন তখন তিনি বলিষ্ঠ হয়ে পড়েন। তিনি চেয়েছিলেন তিনি যা পর্দাতেও তাই ফুটিয়ে তুলতে। আর তা করতে গিয়েই তাঁর পথে এই ঘনিষ্ঠ দৃশ্য এসে পড়ে। ‘ইয়ে হ্যায় #মান্ডি’-তে পল্লবী মুখোপাধ্যায়ও কাজ করেছেন। ২৫ ডিসেম্বর বড়দিন থেকে এই সিরিজ শুরু হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk