World

ঘণ্টায় ৩০ কিলোমিটারে বাঁধা পড়ল শাশ্বত শহরের চাকা

ঘণ্টায় ৩০ কিলোমিটার। এখানেই বাঁধা পড়ল বিশ্বের শাশ্বত শহরের চাকা। যা অকারণে নয়। পিছনে রয়েছে বিশেষ কারণ। জুড়ে গেল আরও কয়েকটি বিখ্যাত শহরের সঙ্গে।

লন্ডন, প্যারিস, হেলসিঙ্কি, ব্রাসেলস-এর পর এবার রোম। একই রাস্তায় হাঁটল পৃথিবীর শাশ্বত শহর। এতদিন ৫০-এ বাঁধা ছিল সংখ্যাটা। কিন্তু তাতেও ইতালির গতি প্রিয় মানুষের আনন্দের ধাক্কায় প্রাণ যাচ্ছিল মানুষের। দুর্ঘটনা ঘটছিল। রোমে আসা পর্যটক থেকে সেখানকার সাধারণ পথচারীদের সমস্যা বেড়েই চলেছিল।

বাইক হোক বা গাড়ি, চাকার গতিতে লাগাম দিতে নারাজ গতি প্রিয় মানুষ গাড়ি ছোটান না, ওড়ান। কিন্তু তা অচিরেই যে দুর্ঘটনা ডেকে আনে তার তোয়াক্কা তাঁরা করেননা।

পথচারীদের কথা ভাবেন না। তাই সরকারি নির্দেশ জরুরি। সেটাই হল রোমে। রোমে এবার থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো যাবেনা। এটাই সর্বোচ্চ গতি হতে হবে রোমে।

অতিরিক্ত গতিতে গাড়ি ছোটানোর জেরে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে ইউরোপের বিভিন্ন শহরে। তাই এর আগেই শহরে গাড়ির গতিতে লাগাম দিয়েছে লন্ডন, প্যারিস, হেলসিঙ্কি, ব্রাসেলস-এর মত শহর। এবার সেই রাস্তায় হাঁটল ইতালির রোমও।

রোমে আগামী দিনে আর ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে গাড়ি চালানো যাবেনা। এতে আগামী দিনে দুর্ঘটনায় লাগাম দেওয়া যাবে বলেই মনে করছে প্রশাসন।

রোমে এমনিতেই মানুষের ভিড় লেগে থাকে। পর্যটকদের ভিড় সারাবছরই থাকে চোখে পড়ার মতন। সেখানে এই গতি নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল বলেই মনে করছেন অনেকে। যদিও এই সিদ্ধান্তে গাড়ির স্টিয়ারিংয়ে থাকা মানুষজন ক্ষুব্ধ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *