পম্পেইয়ে ইটের দেওয়াল, ফাইল ছবি
৭৯ শতাব্দীতে গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় একটি আগ্নেয়গিরি। ভিসুভিয়াস আগ্নেয়গিরি। যা ভয়ংকর রূপ ধারণ করে জেগে ওঠে। ভিসুভিয়াসের জ্বালামুখ থেকে বেরিয়ে আসা ছাই ও পাথরের টুকরো ঢেকে দেয় বহু এলাকা। যার মধ্যে ছিল পম্পেই নগরীও।
সে সময় ইতালির নেপলসের কাছে পম্পেই নগরী ছিল যথেষ্ট উন্নত একটি জায়গা। একটি সাজানো নগরী। সেখানেই সে সময় একটি নির্মাণকাজ চলছিল। যার মাঝেই হয় এই অগ্নুৎপাত। তার জেরে পম্পেই নগরী প্রায় ২০ ফুট ছাই ও পাথরের টুকরোর তলায় হারিয়ে যায়।
বহু বছর পর এখন যখন খননকার্য শুরু করে এই শহর সম্বন্ধে জানা শুরু হয় তখন ২০২৩ সালে সেখানে খনন চালিয়ে একটি নির্মাণকার্যের নিদর্শন পান গবেষকেরা।
নির্মাণকার্য চলা সেই জায়গাটি ভাল করে পরীক্ষা করে একটি বিষয় সম্বন্ধে নিশ্চিত হয়েছেন তাঁরা। জানতে পেরেছেন কীভাবে কেন রোমান স্থাপত্য শতাব্দীর পর শতাব্দী ধরে একইভাবে টিকে থাকে। জৌলুস হারায় না। নষ্ট হয়না। ভেঙে পড়েনা।
গবেষকেরা জানাচ্ছেন রোমানরা ২ হাজার বছর আগে যে স্থাপত্য বানাত তা তৈরির জন্য সিমেন্ট তৈরি করত। যা তৈরি হত লাইম স্টোনের সঙ্গে আগ্নেয়গিরির ছাই মিশিয়ে। এ ২টি পদার্থ মিশিয়ে তারপর তাদের হট মিক্সিং করা হত।
এরপর সেই সিমেন্ট দিয়ে যে স্থাপত্য তৈরি হত তা বহু বহু বছর নষ্ট হওয়ার ছিলনা। এমনকি তাতে ফাটল ধরলেও এই সিমেন্টের ক্ষমতা ছিল সেই ফাটল নিজে থেকেই ঠিক করে নেওয়ার। যেমন কোনও প্রাণির দেহে ক্ষত হলে তা শরীর নিজের ক্ষমতায় সারিয়ে নেয়, ঠিক তেমনই করতে সক্ষম ছিল এই সময়ের রোমান সিমেন্ট। যা ফাটল ধরলে নিজে থেকেই স্থাপত্যের সেই ফাটল সারিয়ে দিত।
এই আশ্চর্য বিষয়টি জানতে পারা রোমান স্থাপত্য সম্বন্ধে বিশ্বকে এক নতুন তথ্য উপহার দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রথমসারির পত্রিকায় এই খবরটি প্রকাশিত হওয়ার পর গোটা বিশ্ব রোমান স্থাপত্যের এই নিজের ফাটল নিজে সারিয়ে নেওয়ার ক্ষমতার কথা জেনে অবাক হয়েছে।
একটা বড় সময় নায়ক হিসাবে সাফল্যের চুড়োয় থেকেছেন অমিতাভ বচ্চন। যুবা বয়সে ব্যস্ত নায়ক কি…
শস্যশ্যামলা এদেশের সর্বত্র রয়েছে রত্নভান্ডার। প্রতিটি রাজ্যই নিজ নিজ সম্পদে সমৃদ্ধ। বাংলায় আবার অবহেলায় বেড়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…