World

১ বছরেও মানুষ পারেনি, এআই খুঁজে দিল পাহাড়ে হারিয়ে যাওয়া বৃদ্ধকে

১ বছর আগে হারিয়ে যান তিনি। পাহাড়ে পাহাড়ে ঘুরতে ভালবাসতেন। সেই পাহাড়েই হারিয়ে যান। মানুষের চেষ্টায় তাঁর খোঁজ মেলেনি। অবশেষে খুঁজে দিল এআই।

পেশায় একজন চিকিৎসক। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো তাঁর নেশা। ৬০ পার করা ওই বৃদ্ধের এই নেশাই তাঁকে টেনে নিয়ে গিয়েছিল একটি পাহাড়ি অঞ্চলে। সেখানে তিনি বেড়াতে যান ঠিকই, কিন্তু ফেরেননি। এরপর তাঁর খোঁজ শুরু হয়।

পাহাড়ি এলাকার অনেক জায়গাই অতি দুর্গম। তবু মানুষের তরফ থেকে খোঁজায় ত্রুটি ছিলনা। কিন্তু সবরকম চেষ্টা সত্ত্বেও ওই ব্যক্তির কোনও খোঁজ মেলেনি। এভাবে ১ বছর কেটে যায়।

অবশেষে সেই নিখোঁজ মানুষটিকে খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নেওয়া হয়। আর এআই খুঁজেও দেয় ওই ব্যক্তিকে। যদিও তাঁর প্রাণহীন নিথর দেহই উদ্ধার হয়েছে। তবে খোঁজ মিলল।


এআই-কে কাজে লাগিয়ে ইতালির পিডমন্ট নামে পাহাড়ি এলাকায় খোঁজ শুরু হয়। খোঁজ শুরুর পর বেশি সময় নেয়নি এআই। বিশাল পাহাড় জঙ্গলের মধ্যেই সে অন্য রং দিয়ে চিনিয়ে দেয় একটি হেলমেট। যেটি ওই ব্যক্তির ছিল।

অ্যালপাইন অরণ্যের মাঝেই একটি বিশেষ জায়গায় আলাদা রং দিয়ে প্রযুক্তি চিনে নেয় হেলমেটটিকে। জানিয়ে দেয় তার তথ্য। সেই তথ্য পেয়ে দ্রুত তা পাঠানো হয় দমকলের কাছে। দমকল ঠিক ওই জায়গায় হেলিকপ্টার নিয়ে খোঁজ শুরু করে।

তারপর এআই-এর নির্দেশিত স্থানেই ওই ব্যক্তির দেহ পাওয়া যায়। দুর্গম এলাকা থেকে বৃষ্টির মধ্যেই এই দেহ তুলে আনতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। তবে পাওয়া যায়।

যদিও সকলেই স্বীকার করে নিয়েছেন খুঁজে পেতে যতই বেগ পেতে হোক, এআই না থাকলে খুঁজেই পাওয়া যেত না। খবরটি ওয়্যার্ড নামে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *