World

একটা বাড়ির দাম পুরো ১০০ টাকাও নয়, এই সুযোগ ছাড়ার নয়

একটা বাড়ির দাম পুরো ১০০ টাকাও নয়। অলীক কল্পনা বলে যাঁরা উড়িয়ে দিচ্ছেন তাঁরা সুযোগ হারাবেন। ১০০ টাকারও কম দামে বিক্রি হচ্ছে বিশাল বাড়ি।

Published by
News Desk

এটা ঠিক যে ১০০ টাকারও কম দামে বাড়ি পাওয়া যাবে বললে সকলেই মুচকি হেসে বিষয়টি উড়িয়ে দেবেন। অনেকে পাগলের প্রলাপ তো অনেকে একে ছেলে ভুলানো গল্প বলে ছেড়ে দেবেন। এটা ঠিক যে কেউ একথা বিশ্বাস করবেননা। কিন্তু বাস্তবেই এমনটা হচ্ছে।

পাহাড়ের গায়ে সুন্দর একটি নগর। যেখানে একের পর এক সুন্দর সুন্দর বাড়ি সারি দিয়ে সাজানো। তবে অনেক বাড়িই ফাঁকা। সেখানে কোনও মানুষ থাকেন না। বাড়িগুলি দেখভালের অভাবে নষ্টও কিছুটা হয়েছে। তবে একটু সারিয়ে নিতে পারলেই ফের তা সুন্দর বাসযোগ্য বাড়িতে পরিণত হবে।

এজন্য বাড়িটি কিনতে ১ ইউরো খরচ করতে হবে। যা ভারতীয় মুদ্রায় ১০০ টাকার কিছু কম। তারপর তা সারিয়ে নিতে পারলেই ব্যাস আর থাকার কোনও সমস্যাই নেই।

ইতালির পেনে নামে এই নগরের অনেক বাড়িই ফাঁকা পড়ে থাকে। পাহাড়ের গায়ে এই সুন্দর নগরটি বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এখানে কৃষকদের বাস ছিল।

কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রোজগারের আশায় তাঁরা এক এক করে পরিবার নিয়ে বিভিন্ন শহরে পাড়ি দেন। সেখানে নিজেদের স্থায়ী বাসস্থানের বন্দোবস্ত করেন। আর ফাঁকা পড়ে থাকে পেনে-র বাড়িগুলি।

এবার সেইসব পুরনো বাড়ি বিক্রি শুরু হয়েছে। যা বিক্রি হচ্ছে অনেকক্ষেত্রেই মাত্র ১ ইউরো দামে। একটা কিছু বিনিময় মূল্য নিতে হয় তাই নেওয়া। এমনটাই পরিস্কার।

এমন সব বিশাল বিশাল বাড়ির দাম ১ ইউরো যে হতে পারেনা তা পরিস্কার। যেখানে এখন বিশ্বজুড়েই এ ধরনের সম্পত্তির মূল্য হুহু করে বাড়ছে।

এখানে এই জলের দরে বাড়ি কিনে যদি কিছু মানুষ এসে থাকা শুরু করেন তাহলে এই পেনে নগরটি একটি ভূতের শহর হওয়া থেকে রক্ষা পাবে। এখন তাই বাড়ির দাম নয়, পেনে-তে এসে মানুষ থাকুন এটাই চাইছে সেখানকার স্থানীয় প্রশাসন।

Share
Published by
News Desk
Tags: Italy

Recent Posts