World

২ দিন ধরে যাত্রীবাহী বিমানকে টারম্যাকেই দাঁড় করিয়ে রাখল একটি বেড়াল

একটি যাত্রীবাহী বিমানকে যে এভাবে ঠায় বিমানবন্দরের টারম্যাকেই দাঁড়িয়ে থাকতে হবে তা কেউ ভাবতেও পারেননি। যাকে দাঁড় করিয়ে রাখল একটি বেড়াল।

Published by
News Desk

এমনও হয়! একটি বেড়াল কিনা একটা যাত্রীবাহী বিশাল বিমানকে ২ দিন ধরে দাঁড় করিয়ে রাখল বিমানবন্দরের টারম্যাকে! ২ দিন পর অবশেষে বিমানটিকে ছেড়ে দেয় সে। তবে সে বিমান যাত্রীদের নিয়ে পাড়ি দিতে পারে। ঠিক কি হয়েছিল?

বিমানটি তখন টারম্যাকে। কিছু সময় পর তা যাত্রীদের নিয়ে উড়ে যাবে অন্য দেশের উদ্দেশে। সেই সময় বিমানের ভিতর দিকের অংশ থেকে একটি শব্দ পান বিমানকর্মীরা। বেড়াল ডাকার শব্দ!

সেই শব্দ পেয়ে সতর্ক হন তাঁরা। ডাকা হয় ইঞ্জিনিয়ারদের। তাঁরা বিমানের যে ইলেকট্রিকাল বে রয়েছে সেখানে পৌঁছে একটি বেড়ালকে দেখতে পান। সে ওই যন্ত্রাংশে ঢুকে পড়েছে।

ইঞ্জিনিয়ারদের দেখে বেড়ালটি পালাতে শুরু করে। তাতে আরও জটিল হয় অবস্থা। বেড়াল পালিয়ে আরও যন্ত্রাংশে ভরা জায়গায় পৌঁছে যায়। ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে ওই অবস্থায় বিমানটি যাত্রী নিয়ে উড়লে আকাশে যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে।

তাই সেই ঝুঁকি তাঁরা নিতে নারাজ ছিলেন। অগত্যা বিমান যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। ইঞ্জিনিয়াররা এরপর নিজেরা চেষ্টা না করে ওই যন্ত্রাংশের জায়গায় পৌঁছনোর দরজাটা খুলে রেখে দেন।

২ দিন পর তাঁরা দেখেন একসময় বেড়ালটি সেখান দিয়ে নিজেই লাফিয়ে বেরিয়ে গেল। ফলে আর কোনও বিপদ রইল না। বিমানটি রোম থেকে জার্মানির দিকে যাত্রী নিয়ে যাত্রা করে নিশ্চিন্তে।

Share
Published by
News Desk
Tags: Italy

Recent Posts