World

শাশুড়ি তাঁর টুথপেস্ট ব্যবহার করায় অবিশ্বাস্য কাজ করলেন জামাই

শাশুড়ি তাঁর টুথপেস্ট ব্যবহার করেছেন। যা তিনি একেবারেই মেনে নিতে পারেননি। রেগে আগুন হয়ে এক অবিশ্বাস্য পদক্ষেপ করলেন এক ব্যক্তি।

Published by
News Desk

স্ত্রী ও ৫ বছরের মেয়েকে নিয়ে বেড়াতে যাবেন বলে স্থির করেছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি। পরে তাঁদের বেড়াতে যাওয়ার কথা শুনে তাঁর শাশুড়িও তাঁদের সঙ্গে যেতে চান। তিনি আর না করেননি। তাঁরা বেড়াতে বিদেশে যান।

ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বেড়াতে গিয়ে পর্যন্ত তিনি তাঁর শাশুড়ির কাজকর্ম পছন্দ করছিলেন না। তাঁদের ব্যাগে কি রয়েছে সেদিকে সবসময় নজর ছিল শাশুড়ির। তাঁর খাটে এসে বসে পড়ছিলেন তিনি।

এমনকি তাঁর স্ত্রীর দামি প্রসাধনীও চুটিয়ে ব্যবহার করছিলেন। শাশুড়ির কাজে ক্রমশ অসন্তোষ বাড়ছিল তাঁর। খালি মনে হচ্ছিল এত খরচ করে বেড়াতে আসাটাই তাঁর মাটি হয়ে গেল।

ইতালির ভেনিস শহর তাঁর স্ত্রীর খুবই পছন্দের। তাই ওই ব্যক্তি স্ত্রীর পছন্দ মেনে ভেনিসে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাঁর শাশুড়ি বিমানের টিকিটের খরচটা দিলেও বাকি খরচ তিনিই টানছিলেন। তাতেও তাঁর আপত্তি ছিলনা।

কিন্তু তিনি কার্যত অসুস্থ অনুভব করেন যখন তাঁর এবং তাঁর স্ত্রীর টুথপেস্টও তাঁর শাশুড়ি ব্যবহার করেন। এক্ষেত্রে তাঁর স্পষ্ট মনে হয় এটা অস্বাস্থ্যকর। এরপর তাঁর স্ত্রীর প্রসাধনীও ব্যবহার করতে দেখে তিনি আর চুপ থাকেননি।

তিনি শাশুড়িকে এমনটা করতে মানা করেন। এই নিয়ে তাঁর স্ত্রী আবার তাঁর ওপর রাগারাগি করেন। তাঁর টুথপেস্ট ব্যবহার করছেন, তাঁর বিছানা ব্যবহার করছেন, তাঁর স্ত্রীর প্রসাধনী ব্যবহার করছেন, না বলে ব্যাগও খুলছেন।

এসব আর মেনে নিতে না পেরে ওই ব্যক্তি কাউকে কিছু না বলে তাঁর ফেরার টিকিটের দিন বদল করে বিমান ধরে বাড়ি ফিরে আসেন। তাঁর স্ত্রী এরপর বারবার ফোন করেন। ফোনে রেগে চেঁচামেচিও করেন। এমনকি তাঁদের মেয়ের খারাপ লাগছে এটাও বলেন।

কিন্তু ওই ব্যক্তিকে নড়ানো যায়নি। স্ত্রীর কাছে যে ব্যাঙ্কের কার্ড রয়েছে তা ব্যবহার করে স্ত্রী, কন্যা ও শাশুড়ি বিমান ধরে ফিরতে পারবেন এটা তিনি নিশ্চিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বিস্তারিত কাহিনি জানিয়ে পোস্টটি রীতিমত ভাইরাল হয়ে গেছে। বিশ্বের বহু সংবাদমাধ্যমেও এই খবরটি প্রকাশিত হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Italy

Recent Posts