SciTech

৩ হাজার বছর আগের মানুষের হাতের ছাপ মিলল দিঘির জলের তলায়

এ এক অনন্য আবিষ্কার বলেই মনে করা হচ্ছে। লৌহ যুগের সময়কার মানুষের হাতের স্পষ্ট ছাপ পাওয়া গেল একটি দিঘির জলের তলায়।

Published by
News Desk

এই লেকের জলের তলায় এর আগেও ডুবুরি নেমেছে। প্রত্নতাত্ত্বিক খোঁজ হয়েছে। এবারও ডুবুরি নেমেছিল। এবার তাঁদের হাতে এল এমন এক জিনিস যা গবেষকদের চমকে দিয়েছে। জলের তলা থেকে একটি মূর্তি উদ্ধার হয়েছে। সেই মূর্তির গায়ে একটি হাতের চিহ্ন পাওয়া গেছে।

স্পষ্টই মানুষের হাতের চিহ্ন। গবেষকেরা মনে করছেন যিনি ওই মূর্তি গড়েছিলেন তাঁরই হাতের ছাপ ওটি। এমনটা হতেই পারে। কিন্তু গবেষকদের অবাক করেছে সেটির বয়স।

৩ হাজার বছর আগে এই মূর্তি তৈরি হয়েছিল। তখন লৌহ যুগ চলছে। সেই সময় তৈরি মূর্তির গায়ে পড়া মানুষের হাতের ছাপ ৩ হাজার বছর পরেও স্পষ্ট রয়েছে।

মাটির তৈরি মূর্তিটি যিশুখ্রিস্টের জন্মের ১ হাজার বছর আগে তৈরি বলেই মনে করছেন গবেষকেরা। সেই সময়কার একটি মূর্তি জলের তলায় এতদিন থাকার পরও এতটুকু নষ্ট হয়নি। এমনকি তার গায়ে মানুষের হাতে ছাপটাও স্পষ্ট রয়ে গেছে। এটা বেশ অবাক করছে গবেষকদের।

ইতালির আয়ওলায় গ্রা কারো দি বোলসেনা নামে একটি জায়গায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আগেও পাওয়া গিয়েছিল। এখানেই রয়েছে লেক বোলসেনা। এটি একটি আগ্নেয় হ্রদ। সেখানেই জলের অনেক তলায় পড়ে থাকতে দেখা যায় এই মূর্তিটিকে।

গবেষকেরা মূর্তিটি হাতে পাওয়ার পর হাতের ছাপ ছাড়াও আরও কিছু পাওয়া যায় কিনা পরীক্ষা করে দেখছেন। খবরটি হুহু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Share
Published by
News Desk
Tags: Italy

Recent Posts