World

হাতে হেঁটে ৩টে বিমান টেনে নিয়ে গিয়েও খুশি নন অতিমানব ব্যক্তি

পায়ে হেঁটে হলেও একটা কথা ছিল। কিন্তু তিনি তা না করে হাতে হেঁটে পাড়ি দিলেন। সঙ্গে টেনে নিয়ে গেলেন ৩টি বিমান।পায়ে হেঁটে হলেও একটা কথা ছিল। কিন্তু তিনি তা না করে হাতে হেঁটে পাড়ি দিলেন। সঙ্গে টেনে নিয়ে গেলেন ৩টি বিমান।

Published by
News Desk

হাতে ২টি দস্তানা পরে নিয়েছিলেন। কোমরের কাছে বাঁধা ছিল মোটা দড়ি। রাস্তার মাঝে দাঁড়িয়েছিলেন তিনি। রাস্তার ২ ধারে কৌতূহলী মানুষের ভিড়। আচমকা তিনি শীর্ষাসনে চলে গেলেন। পা উপরে মাথা নিচে। ২টি হাত রাস্তায়।

২টি হাত তখন তাঁর ২টি পায়ের কাজ করছে। কোমরে যে দড়ি বাঁধা তার উল্টোদিকে সারি দিয়ে ৩টি লাইট ওয়েট বিমান বাঁধা রয়েছে।

একটু সময় নিলেন। তারপর হাত দিয়ে হেঁটে এগোতে লাগলেন ওই ব্যক্তি। একা নয়, সঙ্গে ৩টি বিমানকেও টেনে নিয়ে গেলেন বেশ কিছুটা পথ।

যাঁরা দেখতে এসেছিলেন তাঁদের অনেকেই হতভম্ব হয়ে গেলেন এই কসরত দেখে। এও সম্ভব! এক অতিমানবকে যেন চোখের সামনে দেখলেন তাঁরা।

ইতালির এস্তির ডন বস্কো নামে জায়গায় এই কাণ্ড করে দেখালেন মাত্তিও পাভোনে নামে এক ব্যক্তি। যিনি একসময় ছিলেন রাগবি খেলোয়াড়। কিন্তু পিঠে এমন আঘাত পান যে খেলা ছাড়তে হয়। এরপর শুরু হয় যোগচর্চা। সঙ্গে নানা ধরনের ব্যায়াম।

সেই কঠিন অনুশীলনের হাত ধরে তিনি তাঁর কোমরের ক্ষমতা দেখিয়ে দিলেন ৩টি বিমানকে একসঙ্গে হাতে হেঁটে টেনে নিয়ে গিয়ে। তবে তাঁর এই প্রদর্শনের পরও খুশি নন মাত্তিও। তিনি মনে করেন, ৩টি নয়, তার চেয়ে বেশি বিমান তিনি এভাবে টেনে নিয়ে যেতে সক্ষম। আর তা তিনি খুব দ্রুত প্রমাণ করবেন।

Share
Published by
News Desk
Tags: Italy

Recent Posts