World

এডস নিয়েই প্রচুর মহিলার সাথে মিলন, জেলে গেল যুবক

Published by
News Desk

সালটা ২০১৫। ইতালির বছর ৩৩-এর এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সে দেশেরই বেশ কিছু মহিলা। ভ্যালেন্তিনো তাল্লুতো নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়ানক। সে একাধিকবার বিভিন্ন মহিলার সঙ্গে নানারকম প্রলোভন দেখিয়ে সহবাস করে বলে অভিযোগ আনা হয়। কমপক্ষে ৩২ জন মহিলার সঙ্গে বিভিন্ন সময়ে ভ্যালেন্তিনো সহবাস করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। ভ্যালেন্তিনোর শরীরে ছিল এইচআইভি-র জীবাণু। অভিযোগ, নিজের মারণ রোগের কথা গোপন রেখেই সে অসুরক্ষিত যৌন জীবন যাপন করে একাধিক মহিলার সঙ্গে।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই মামলা দায়ের করেন ভ্যালেন্তিনোর শিকার হওয়া মহিলারা। গ্রেফতার করা হয় ভ্যালেন্তিনোকে। ২০১৭ সালে ভ্যালেন্তিনোর বিরুদ্ধে মামলাটির শুনানি শুরু হয়। নিজের দোষ স্বীকার করলে বিচারক তার ২৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।

Share
Published by
News Desk