World

চেঁচাননি, তাই ধর্ষণও নয়, আদালতের রায়ে স্তম্ভিত দেশ

Published by
News Desk

ধর্ষণের সময় তিনি চিৎকার করেননি। তাঁকে বাঁচানোর জন্য কাউকে চিৎকার করে ডাকারও চেষ্টা করেননি। তাই এটা কখনই ধর্ষণ নয়। ইতালির তুরিনের একটি আদালতের এমনই রায়ে বিস্মিত গোটা দেশ। ধর্ষণের মামলায় এই রায় দেওয়ার পর অভি‌যুক্ত ব্যক্তিকে নিঃশর্তে মুক্তিও দিয়েছে আদালত।

কর্মক্ষেত্রে ধর্ষণের অভি‌যোগ করে আদালতের দরজায় কড়া নাড়েন এক মহিলা। সেই মামলার এমন রায়ে বিরোধীরা সুর চড়িয়েছে। ইতালির বিরোধী দলের ফোরজা ইতালিয়ার সাংসদ আন্নাগ্রাজিয়া কালাব্রিয়া বলেন, ‌যে ঘটনা তাঁর সঙ্গে ঘটেছে তাতে সন্ত্রস্ত এক মহিলার প্রতিক্রিয়াকে এভাবে শাস্তি দেওয়া ‌যায়না! এই রায়ের প্রতিবাদে সুর চড়িয়েছে ইতালির মহিলা সংগঠনগুলিও। অবশ্য বিষয়টি ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইতালির আইনমন্ত্রী।

Share
Published by
News Desk