Health

করোনার টিকা আবিষ্কারের দাবি করলেন ইতালির গবেষকরা

করোনার টিকা আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এরমধ্যেই ইতালির গবেষকেরা দাবি করলেন তাঁরাই বিশ্বে প্রথম করোনা টিকা আবিষ্কার করে ফেলেছেন।

Published by
News Desk

করোনার প্রতিষেধক তৈরির জন্য উঠে পড়ে লেগেছেন বিশ্বের তামাম বিজ্ঞানী, গবেষকেরা। চেষ্টা চলছে করোনার টিকা আবিষ্কারের। যা এই আতঙ্কের পরিবেশ থেকে গোটা বিশ্বকে মুক্তি দিতে পারে। ওষুধ আবিষ্কারেরও চেষ্টা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মতে, বিশ্বে এখন শতাধিক করোনা টিকা আবিষ্কারের লড়াই চলছে। এসবের মধ্যেই ইতালির একদল গবেষক দাবি করলেন তাঁরা ইতিমধ্যেই করোনার টিকা তৈরি করে ফেলেছেন। বিশ্বে তাঁরাই প্রথম সফলভাবে করোনার টিকা তৈরি করে ফেলেছেন বলে দাবি করেছেন ওই গবেষকেরা।

যে সংস্থার অধীনে গবেষকরা এই টিকা আবিষ্কার করেছেন বলে দাবি করছেন, সেই সংস্থা টাকিজ জানিয়েছে, তারা এই টিকা মানুষের দেহে প্রয়োগ করবে পরীক্ষামূলকভাবে। তারা এজন্য তৈরি। এই গ্রীষ্মের পরই মানব দেহে এই টিকা প্রয়োগ করা হবে। শুরু হবে হিউম্যান ট্রায়াল। গবেষকরা জানিয়েছেন, তাঁরা ইঁদুরের ওপর তাঁদের আবিষ্কৃত টিকা প্রয়োগ করেছেন। তা সফলও হয়েছে। এই টিকা দেহে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে। যা দেহের কোষগুলিকে ধ্বংস করা রুখে দিতে পারে।

ইতালির ওই গবেষকেরা জানিয়েছেন, তাঁরা দ্রুত এই টিকা তৈরি করতে চান। যাতে তাঁরা শুধু ইতালি বলেই নয়, সারা বিশ্বে এই টিকা ছড়িয়ে দিতে পারেন। সত্যিই যদি এই টিকা করোনার প্রতিষেধক হিসাবে বাজারে আসতে পারে তাহলে গোটা বিশ্ব যে উপকৃত হবে তা বলাই বাহুল্য। এখন দেখার যে ইতালির এই গবেষণা মানব দেহে সঠিকভাবে কাজ করে কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts