মাউন্ট এটনার অগ্নুৎপাত, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জেরে সমুদ্রের তলায় ধস। তার জেরে সুনামি। আর সুনামি থেকে ধ্বংসলীলা। যা ইন্দোনেশিয়ায় ইতিমধ্যেই কেড়ে নিয়েছে বহু প্রাণ। এবার অন্য এক আগ্নেয়গিরি জেগে উঠতেই আশপাশে শুরু হয় ভূমিকম্প। যার সবচেয়ে বড় কম্পনটি অনুভূত হল বুধবার ভোর রাতে। ইতালির সিসিলি দ্বীপের আশপাশে অনুভূত হয় কম্পন। মাত্রা ছিল ৪.৮। রাতের অন্ধকার তখনও কাটেনি। ঘড়ির কাঁটায় ৩টে ১৯ মিনিট। সেই সময়ে কেঁপে ওঠে মাটি। অনেকে আতঙ্কে ঘুম ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়ি কেঁপে ওঠে। ফাটল ধরে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ইউরোপের অন্যতম ভয়ংকর আগ্নেয়গিরি মাউন্ট এটনা। এই আগ্নেয়গিরি জেগে উঠতেই শুরু হয় কম্পন। গত সোমবার জেগে ওঠে এটনা। তারপর থেকে ১৩০ বার কম্পন অনুভূত হয়েছে। ফলে স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছেন। এদিকে আগ্নেয়গিরি জেগে উঠতেই চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে পোড়া ছাই। আশপাশ থেকে মানুষজনকে সরানো শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)